ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে ট্রাক ভাঙচুর (বামে) ও রাস্তায় খোয়ার চিত্র (ডানে)। ছবি : কালবেলা
পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে ট্রাক ভাঙচুর (বামে) ও রাস্তায় খোয়ার চিত্র (ডানে)। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ রেখে পালিয়েছেন নির্মাণ শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে ভাঙ্গুড়া উপজেলার গেট টু চর-ভাঙ্গুড়া ঘাট নির্মাণাধীন রাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা নিম্নমানের খোয়া বহনকারী একটি ট্রাকও ভাঙচুর করে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে ভালো মানের খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলা গেট টু চরভাঙ্গুড়া ১৩৬৫ মিটার রাস্তা ৮৫ লাখ টাকায় সংস্কারের কাজ পায় আয়মন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আয়মন ট্রেডার্স কাজটি না করে বিক্রয় করে দেন সাব্বির হাসান ট্রেডার্স নামের অপর এক প্রতিষ্ঠানের কাছে। ১১৪ মিটার আরসিসি ১৮ ফিট চওড়া ও অবশিষ্ট দশ ফিট চওড়া বিশিষ্ট কার্পেটিং রাস্তার এজিং, মাটির কাজ ও হাট বেডসহ কাজের মাত্র ১০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে রাস্তার বেডে নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগ রয়েছে শুরু থেকেই।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠান সাব্বির হাসান ট্রেডার্সকে জানানো হলেও বিষয়টি কতৃপক্ষ কর্ণপাত করেনি। বৃহস্পতিবার তিন ট্রাক খোয়া নিয়ে কাজ শুরু করে তারা। এ সময় নিম্নমানের খোয়া দেখতে পেয়ে স্থানীয়রা তাতে বাধা দেয়। কিন্তু তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাক ভাঙচুর করে। পরে ড্রাইভার ও তার সহকারী গাড়িটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল অফিসার মোছা. আফরোজা পারভীন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আব্দুল মালেক।

ঘটনার বিষয়ে আরজু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়ে শুরু থেকেই তাদের নিষেধ করা হচ্ছিল। কিন্তু তারা তা অমান্য করে রাস্তার কাজ শুরু করে। জনতা বাধা দিলে দুই ট্রাক তারা ফেরত নিয়ে যায়।’

ঠিকাদারি প্রতিষ্ঠান সাব্বির হাসান ট্রেডার্সের স্বত্বাধিকারী সজীব আহমেদ বলেন, জনতার বাধার কারণে দুই ট্রাক নিম্নমানের খোয়া ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খোয়া সরবরাহকারী প্রতিষ্ঠান এসব সরবরাহ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা প্রকৌশল অফিসার মোছা. আফরোজা পারভীন বলেন, ‘এলাকাবাসীর অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে। এসব সরিয়ে মানসম্মত খোয়া দেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, ‘সিডিউল অনুযায়ী কাজের গুণগত মান বুঝে নেওয়া হবে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অপরাধে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতাধিক ভুয়া পেজে ‘অশ্লীল বিজ্ঞাপন’, বিব্রত ডা. জাহাঙ্গীর

স্বাস্থ্য পরামর্শ / বয়স বেশি হলে ডাউন শিশু জন্মদানের শঙ্কা বাড়ে

ব্যাংকক থেকে আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

প্রকৌশলীদের উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা 

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

১০

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

১১

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

১২

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৩

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১৪

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১৫

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১৬

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৭

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৮

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৯

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

২০
X