ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে ট্রাক ভাঙচুর (বামে) ও রাস্তায় খোয়ার চিত্র (ডানে)। ছবি : কালবেলা
পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে ট্রাক ভাঙচুর (বামে) ও রাস্তায় খোয়ার চিত্র (ডানে)। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়ায় রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধ রেখে পালিয়েছেন নির্মাণ শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে ভাঙ্গুড়া উপজেলার গেট টু চর-ভাঙ্গুড়া ঘাট নির্মাণাধীন রাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ জনতা নিম্নমানের খোয়া বহনকারী একটি ট্রাকও ভাঙচুর করে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে ভালো মানের খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলা গেট টু চরভাঙ্গুড়া ১৩৬৫ মিটার রাস্তা ৮৫ লাখ টাকায় সংস্কারের কাজ পায় আয়মন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আয়মন ট্রেডার্স কাজটি না করে বিক্রয় করে দেন সাব্বির হাসান ট্রেডার্স নামের অপর এক প্রতিষ্ঠানের কাছে। ১১৪ মিটার আরসিসি ১৮ ফিট চওড়া ও অবশিষ্ট দশ ফিট চওড়া বিশিষ্ট কার্পেটিং রাস্তার এজিং, মাটির কাজ ও হাট বেডসহ কাজের মাত্র ১০ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। তবে রাস্তার বেডে নিম্নমানের খোয়া ব্যবহার করার অভিযোগ রয়েছে শুরু থেকেই।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠান সাব্বির হাসান ট্রেডার্সকে জানানো হলেও বিষয়টি কতৃপক্ষ কর্ণপাত করেনি। বৃহস্পতিবার তিন ট্রাক খোয়া নিয়ে কাজ শুরু করে তারা। এ সময় নিম্নমানের খোয়া দেখতে পেয়ে স্থানীয়রা তাতে বাধা দেয়। কিন্তু তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাক ভাঙচুর করে। পরে ড্রাইভার ও তার সহকারী গাড়িটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রকৌশল অফিসার মোছা. আফরোজা পারভীন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আব্দুল মালেক।

ঘটনার বিষয়ে আরজু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়ে শুরু থেকেই তাদের নিষেধ করা হচ্ছিল। কিন্তু তারা তা অমান্য করে রাস্তার কাজ শুরু করে। জনতা বাধা দিলে দুই ট্রাক তারা ফেরত নিয়ে যায়।’

ঠিকাদারি প্রতিষ্ঠান সাব্বির হাসান ট্রেডার্সের স্বত্বাধিকারী সজীব আহমেদ বলেন, জনতার বাধার কারণে দুই ট্রাক নিম্নমানের খোয়া ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খোয়া সরবরাহকারী প্রতিষ্ঠান এসব সরবরাহ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা প্রকৌশল অফিসার মোছা. আফরোজা পারভীন বলেন, ‘এলাকাবাসীর অভিযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে। এসব সরিয়ে মানসম্মত খোয়া দেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন, ‘সিডিউল অনুযায়ী কাজের গুণগত মান বুঝে নেওয়া হবে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অপরাধে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

দাম কমলো ইন্টারনেটের

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

১০

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১১

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১২

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১৩

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

১৪

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

১৫

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

১৬

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

১৭

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

১৮

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

১৯

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

২০
X