চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না : ডা. তাহের

চৌদ্দগ্রামের এইচজে পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য রাখেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা
চৌদ্দগ্রামের এইচজে পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য রাখেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ইতিহাস বলে, ফ্যাসিবাদীরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। তাই শেখ হাসিনাও আর কোনো দিন এ বাংলার মাটিতে ফিরে আসবে না।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের এইচজে পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত কর্তৃক আয়োজিত যুব সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আমরা ক্ষমতায় এলে কারও ওপরে জুলুম করব না। থাকবে না কোনো অন্যায়-অত্যাচার। এ দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের মধ্যেই হতে হবে। এরই মধ্যে শেষ করতে হবে সব সংস্কার। আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করেই ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবেন।

নারীর ক্ষমতায়ন সম্পর্কে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, জামায়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা আছে যে, আমরা ক্ষমতায় এলে নারীদের অবমূল্যায়ন হবে। আমার স্ত্রী একজন চাকরিজীবী। আমার তিন মেয়ে চাকরি করে। আমরা ক্ষমতায় এলে এ দেশের নারীরা চাকরি করতে পারবে। তাদের কোনো সমস্যা হবে না।

যুবসমাজের উদ্দেশ্যে ডা. তাহের বলেন, যুবকরা বেকার থাকতে পারবে না। তোমরা বিভিন্ন চাকরি অথবা উদ্যোক্তা হও। আমি তোমাদের পাশে এসে সব ধরনের সহযোগিতা করব। এই দেশে মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলব, মাদকের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল বসিয়ে অবৈধভাবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন। যে সব বিচারপতি অবৈধ রায় দিয়ে শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে আজ তাদের করুণ পরিণতি হচ্ছে। ফ্যাসিবাদীরা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। পালিয়ে যাওয়া নেত্রী আর কোনো দিন এ দেশে ফিরে আসবে না।

উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কুমিল্লা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহাজাহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X