ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেলেন ৫৬ শিশু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এক শিশু। ছবি : কালবেলা
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এক শিশু। ছবি : কালবেলা

জামাতে নামাজ আদায় করে সাইকেল ও ইসলামী বই পুরস্কার পেয়েছেন ৫৬ শিশু। এ ছাড়া নামাজ পড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি ১৪৭ জন পেয়েছেন শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।

আয়োজকরা জানান, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়। এতে শিশুদের একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতা ঘোষণা করা হয়। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আহছান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল মোতালেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, জামায়াতের মজলিশে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন, সাবেক আমির নুর নবী দুলাল, ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি ঈমাম হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, ব্যাংকার আনোয়ার উল্লাহ, ব্যবাসায়ী ইসমাইল হোসেন প্রমুখ।

এতে অন্যদের মধ্য বক্তব্য দেন ফেনী জেলা ছাত্রশিবিরের দাওয়া সদস্য আতিক উল্ল্যাহ শরিফ, সাবেক ইসলামি ছাত্রশিবির নেতা দেলোয়ার হোসেন মিঠু, অভিভাবক মাসুদুর রহমান পাভেল, রামনগর ইউনিয়ন জামায়াতের সাবেক নেতা ডা. সাইফুল ইসলাম, মুক্তার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাকসুদর রহমান, তুলাতুলি শাহী জামে মসজিদের খতিব হজরত মাওলানা ক্বারী আব্দুল মালেক, ব্যাংকার মুসফিকুর রহমান আরাফাত, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু।

উল্লেখ্য, এই নামাজ পড়া প্রতিযোগিতায় মোট ২০২ প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৬ জন পরীক্ষায় পাস করে। এই ৫৬ জনকে সাইকেল পুরস্কার দেওয়া হয়। অংশ নেওয়া বাকি ১৪৭ জনকে স্কুলব্যাগ, খাতা, কলম, ক্যালেন্ডার পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও রামনগর ইউনিয়নের ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের পুরস্কার প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে সন্ধান মিলল বাংলাদেশ ব্যাংকের সেই কর্মকর্তার

জর্জিয়া-আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

হঠাৎ অসুস্থ গোবিন্দ, জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি

১৪ বল টিকতে পারল আয়ারল্যান্ড, অলআউট ২৮৬ রানে

ভদ্র সে, ভদ্রতার খাতিরে যে চুপ হয়ে যায়: প্রভা

আফগানিস্তান / হাসপাতালে বোরকা পরে প্রবেশের নির্দেশ

টি-টেন লিগে খেলার ‘অনুমতি’ পেলেন টাইগার ক্রিকেটার

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

‘স্পষ্ট’ করে অবসরের সময় জানিয়ে দিলেন রোনালদো

জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে : সরওয়ার ছিদ্দিকী

১০

৯ লক্ষণে বুঝে নিন আপনি পরিবারের সমস্যার মূল নন

১১

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় যা জানা গেল 

১২

মালিতে টিকটকারকে প্রকাশ্যে হত্যা

১৩

ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা নেমে ২০ ডিগ্রিতে

১৪

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ / স্কুল বন্ধ, বিক্ষোভে মানুষ, অসুস্থদের শহর ছাড়ার পরামর্শ

১৫

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

১৬

১২ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রিতে

১৮

হাইকোর্টের স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ

১৯

এইচএসসি পাসেই আবেদন করতে পারবেন লাজ ফার্মায়

২০
X