বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

বাঁ থেকে খালেদা জিয়া, হাবিবুর রহমান নান্টু ও মজুমদার আরিফুর রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে খালেদা জিয়া, হাবিবুর রহমান নান্টু ও মজুমদার আরিফুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু থেকে ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার পর থেকে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা খালেদা জিয়াকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

এজন্য অসুস্থতার খবরের পর থেকে খালেদা জিয়ার নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় তারা সুস্থতার জন্য দোয়া কামনা করে কোরআন খতম মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

ফেনী-১ আসনকে ভিআইপি আসন হিসেবে ধরা হয়। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই আসনটি খালেদা জিয়ার জন্মস্থান হিসেবে দেশব্যাপী পরিচিতি রয়েছে।

এ আসনের জন্য রোববার (২১ ডিসেম্বর) খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ দলটির নেতারা।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্গ খ্যাত এ আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহন করেছেন বাবা-ছেলে। খালেদা জিয়ার জন্য ভোট চাইতে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করায় দলীয় নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাবা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহের খবরে যোগ হয়েছে বাড়তি উত্তাপ। বিএনপির রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) ফেনী জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান নান্টু ও তার ছেলে ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নান্টুর পক্ষে ফরম সংগ্রহ করেন ফুলগাজী উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ইউসুফ মিয়া। আরিফুর রহমানের পক্ষে ফরম উত্তোলন করেন ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা।

খালেদা জিয়ার জন্য ভোট চাইতে এসে এবং বিগত কয়েক মাস ধরে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন তারা।

ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপ বলেন, ‘বিএনপির দলীয় প্রার্থীর বাইরে অন্য একজন ফরম নিয়েছেন, সেজন্য আমরাও (নান্টু-আরিফ) নিয়েছি। ম্যাডাম যদি এককভাবে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন তাহলে আমরা জমা দেব না।’

এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান নান্টু বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমার প্রতিনিধিরা ফরম নিয়েছেন। এ ব্যাপারে জানতে মজুমদার আরিফুর রহমানকে কল করা হলেও রিসিভ করেননি।

পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান বলেন, খালেদা জিয়াকে ফেনী-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়া নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। তার শারীরিক অসুস্থতার খবরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে খানিকটা দুশ্চিন্তা বেড়ে গেলেও তার সুস্থতা কামনায় প্রতিটি পাড়া মহল্লায় দোয়া করা হয়েছে।

‘আমরা বিশ্বাস করি খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন তিনি ফেনী এক আসন থেকে নির্বাচন করে আবারো বাংলাদেশের জনগণের সেবা করবেন। খালেদা জিয়ার আসনে খালেদা জিয়ার জন্য ভোট চাইতে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করায় আমরা মনে কষ্ট পেয়েছি। আশা করি তারা শেষ দিন প্রত্যাহার করে নেবেন।’

এর আগে গত রোববার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়াও এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, জামায়াতের অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে যোগদান করায় বিএনপি নেতা বহিষ্কার

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

নির্বাচন-গণভোটের ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

ডাকসু জিএস ও এজিএসের বাগদান কাল

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

গণহত্যা মামলার আসামি, তবু অধরা জাপার আনিস

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

তারেক রহমানের সংবর্ধনায় কয়েক হাজার বোতল পানি সরবরাহ করবেন শিপলু

১০

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ব্যাংক হিসাব ফ্রিজ

১১

প্রায় ২ বছর পর উৎপাদনে যমুনা সার

১২

জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

১৩

রাতের আঁধারে শত শত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

১৪

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে, এমন তথ্য জানা নেই : মন্ত্রিপরিষদ সচিব

১৫

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক পেলেন গেজেটেড মর্যাদা

১৬

২৫ ডিসেম্বরের কর্মসূচি জনগণের, শুধু বিএনপির নয় : রবি

১৭

চিলমারীতে জেঁকে বসেছে শীত, আগুন পোহাতে সতর্কতা

১৮

দরজা আটকে বসতঘরে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা ৮ জনের

১৯

গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানে ডিএসসিসির কর্মকর্তাদের ওপর হামলা

২০
X