

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বাংলাদেশ কখনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেনি, কখনো করবে না। খুনি হাসিনা বিগত সময়ে গুম-খুন করে দেশকে শ্মশানে পরিণত করেছিল। সে মনে করেছিল, চিরদিন ক্ষমতায় থাকবে। তার অত্যাচার-অন্যাচারে মানুষের মহান বিপ্লবে তাকে ১৫ মিনিটে পালিয়ে যেতে হয়েছে। তাকে ও তার ফ্যাসিবাদকে আর ফিরিয়ে আসতে দেওয়া হবে না। দেশের মানুষ আর সে যুগে ফেরত যেতে চায় না। আর যারা দেশকে ফ্যাসিবাদী যুগে ফিরে নিতে চায় জাতি তাদের কখনো ক্ষমা করবে না।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনীর কিং কমিউনিটি সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক সংস্কার জোট ফেনী জেলা শাখা।
এ সময় মঞ্জু বলেন, যে অপরাধে আরবার ফাহাদকে হত্যা করা হয়েছে, সেই একই অপরাধে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আবার ফাহাদ ফেনী নদী নিয়ে সোচ্চার ছিলেন। ঠিক একইভাবে ওসমান হাদি দেশের রাজনৈতিক সংস্কার নিয়ে সোচ্চার ছিলেন। তার নিথর দেহ সারা দেশকে জাগিয়ে তুলছে। যারা বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে ফেনীর মহিপালে গুলি করে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা করেছে তারা আজ কোথায়? তাদের কর্মফলে তারা আজ দেশান্তরিত। ভবিষ্যতে যারা একই অন্যায় করবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আমরা ২০ বছরের পরিকল্পনা নিয়ে দেশকে গড়ার পরিকল্পনা নিয়েছি। সে মোতাবেক দেশ গড়ে তুলব। আমরা সে চ্যালেঞ্জ নিয়েছি। সবাই মিলে নতুন বৃহৎ রাজনৈতিক সমীকরণ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, আগামীর নির্বাচন হবে হাদি, আবু সাঈদ হত্যার বিচারের নির্বাচন। আমরা বিচার ছাড়া ঘরে ফিরব না। দেশ সংস্কারে আমরা অনেক প্রস্তাব দিয়েছি। দেশে অব্যাহত চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য বন্ধ করতে হবে। রাস্তাঘাটে নারীদের অপমান বন্ধ করতে হবে। চাঁদার জন্য পাথর মেরে মানুষ মারা বন্ধ করতে হবে। যারা এসব অপকর্ম করবে জাতি তাদের কখনো ক্ষমা করবে না।
ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌহিদ, এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসেন তানভীর, এনসিপির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক প্রমুখ।
মন্তব্য করুন