

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়পত্র সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম বাদল, ফেনী জেলার আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্যসচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, এটা আমার প্রথম নির্বাচন, জনপ্রতিনিধি হিসেবে আমার অতীত কোনো অভিজ্ঞতা নেই। আমি ছাত্র অবস্থা থেকে প্রায় ৩৫ বছর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত রাজনীতি করেছি। নির্যাতন নিপীড়ন জেল জুলুম সহ্য করেছি কিন্তু ইনশাআল্লাহ কোথায় মাথা নত করে পরাজিত হইনি। আমার বহু সার্টিফিকেট আছে কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার কোনো সার্টিফিকেট নেই।
তিনি বলেন, ফেনীর জনগণের কাছে আমি মূলত একটা অভিজ্ঞতার সার্টিফিকেটের জন্য ও একটি বিষয়ে বিচার চাইতে এসেছি। নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে এসে আমাকে কিছু লোক খুব অপমান করেছে। তারা বলেছে আমাদের কোনো বেইল নাই। নতুন দলের কোনো খাওয়া নেই। আমাদের কয়টা ভোট আছে ইত্যাদি ইত্যাদি।
তিনি আরও বলেন, আমার ফেনীর জনগণ বিচার করবে ৫৪ বছর ধরে দেশে যে ভুল রাজনীতি চলছে তার বাইরে গিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি তা কি ভুল? তার কি আসলেই খাওয়া নেই? নতুন রাজনীতি মানুষ চায় কিনা; নতুন রাজনীতির পক্ষে কয়টা ভোট আছে তার ফয়সালা করবে ফেনী-২ এর জনগণ।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে রায় দেবেন তা আমি মাথা পেতে নেব। ফেনীর উন্নয়নের জন্য কারও ওয়াদার দরকার নেই। ফেনীতে যদি সন্ত্রাস না হয়, চাঁদাবাজি না হয়, রাজনৈতিক দলের কেউ কারও দোকান-বাড়ি-জায়গা ইত্যাদি দখল না করে, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয়, এক দলের ওপর আরেক দল হামলা না করে তাহলেই আলহামদুলিল্লাহ। ফেনী হবে বাংলাদেশের সবচাইতে বেশি উন্নত, সুন্দর, শান্তিপূর্ণ ও স্মার্ট জেলা ও শহর।
মন্তব্য করুন