ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যারা বিদেশে নালিশ করছে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে : দুলাল

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা
জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বিশ্বাস বিল্ডার্স লিমিটেড ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল বলেছেন, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র এবং বিদেশে নালিশ করছে; তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

দুপুর ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মী নিয়ে শৈলকুপার মীর্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজারে এ অনুষ্ঠানে অংশ নেন। যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেন মুক্তিযোদ্ধার সন্তান সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম দুলাল।

নজরুল ইসলাম দুলাল তার নির্বাচনী এলাকার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া বাজার, ৩ নম্বর দিঘনগর ইউনিয়নের অচিন্তাপুর মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা পৌরসভার নতুন বাজার, কবিরপুর এলাকার জাহানারা বেগম কওমী মহিলা মাদ্রাসা, ৫ নম্বর কাচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া বাজার, ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি নতুন বাজার, ৮ নম্বর ধলোহারা চন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাধ বাজার, ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রাম, ১০ নম্বর বগুড়া ইউনিয়নের বি কে বাজার, ১১ নম্বর আবাইপুর ইউনিয়নের বোর্ড কার্যালয়, ১২ নম্বর নিত্যনন্দপুর ইউনিয়নের শেখরা বাজার, ১৪ নম্বর দুধস্বর ইউনিয়নের ভাটই কলার হাট ও ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের আছাননগর তামাক সেন্টারসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনাসভা ও গণভোজে ধারাবাহিকভাবে অংশ নেন।

এ সময় সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মুন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম টুলু ও অবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম দুলাল বলেন, অবিলম্বে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির তথাকথিত আন্দোলনের সঙ্গে দেশবাসীর কোনো সম্পর্ক নেই। তারা ক্ষমতায় থাকাকালে দেশে দুর্নীতি, সম্পদ লুণ্ঠন, মানুষ হত্যা করে দেশকে উন্নয়ন থেকে পিছিয়ে দিয়েছিল। তাদের কারণেই দেশে জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এ সরকার তা কঠোর হস্তে দমন করেছে। তা ছাড়া এ সরকার ক্ষমতায় আসার পর দেশের রিজার্ভ ফান্ডসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সে কারণে উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারও জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। বিএনপিসহ দেশবিরোধীদের কোনো ষড়যন্ত্রে পা না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৩

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৪

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১৭

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৮

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৯

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X