জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে শোক র্যালি বের হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) পৌর শহরের হারুনপার্কস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি বের হয়।
শোক র্যালিতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। শোক র্যালি শেষে পৌর শহরের বঙ্গবন্ধুর চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সংযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোক র্যালিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রফিকুল দিপু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা অধ্যক্ষ ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি প্রমুখ।
শোক র্যালি শেষে বঙ্গবন্ধু চত্বরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন