গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় এক হাজার হাফেজের ১০০ বার কোরআন খতম

কোরআন খতম করছেন হাফেজরা। ছবি : কালবেলা
কোরআন খতম করছেন হাফেজরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মাত্র ৩ ঘণ্টায় এক হাজার হাফেজ ১০০ বার পবিত্র কোরআন খতম করে দোয়া করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে গাভিশিমুল গ্রামের ত্রয়ী রাইস মিল চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীরা জানান, বেগম থালেদা জিয়ার সুস্থতার জন্য সারা দেশে প্রতিদিন দলীয় নেতাকর্মীসহ সবাই দোয়া মাহফিলের আয়োজন করছেন। কিন্তু এতো স্বল্প সময়ে এক হাজার হাফেজ একত্রিত হয়ে ১০০ বার কোরআন খতম করে দোয়া করেছেন, এটা সত্যিই বিরল। শুধু দলীয় নেতাকর্মী নয়, সব দল-মতের ঊর্ধ্বে দেশের ১৮ কোটি মানুষের একটাই প্রত্যাশা, খালেদা জিয়ার সুস্থতা।

জানা গেছে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সকালে উপজেলার প্রায় অর্ধশতাধিক মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী মিলিয়ে ১ হাজার হাফেজ ত্রয়ী রাইস মিল চত্বরে এসে উপস্থিত হন। মঙ্গলবার বেলা ১০টায় ১ হাজার হাফেজ একযোগে পবিত্র কোরআন তিলাওয়াত শুরু করেন। দুপুর ১টার মধ্যে ১০০ পবিত্র কোরআন খতম হয়। পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে হাফেজ, ওলামায়ে কেরামদের সঙ্গে দলীয় নেতাকর্মীসহ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় গোবিন্দপুর জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম রিয়াজী।

উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ শাহীন বলেন, পবিত্র কোরআন শরিফের প্রতিটি হরফের জন্য ১০টি করে নেকি পাওয়া যায়। এখানে এক হাজার হাফেজ ১০০ বার কোরআন খতম করেছেন। আল্লাহ্ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, এটাই আমাদের সবার প্রার্থনা।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশনেত্রীর সুস্থতা কামনায় আজ ১ হাজার কোরআনে হাফেজ ১০০ বার পবিত্র কোরআন খতম করে দোয়া করেছেন। প্রিয় নেত্রী সুস্থ হয়ে আবার দেশকে নেতৃত্বে দেবেন, এটাই নেতাকর্মীসহ আমাদের সবার চাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থ্রি ইডিয়টস ২-এ কে থাকছেন, কে বাদ পড়ছেন?

জকসু নির্বাচনে টাকার খেলা চলছে, অভিযোগ ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের

ডেঙ্গুতে ৪ শতাধিক মানুষের প্রাণ গেল

আবুল খায়ের স্টিলের ‘একেএস একসঙ্গে আগামীর পথে’ আয়োজন

ভিশনস্প্রিং ও বিজিএমইএর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

তপশিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের আহ্বান

৮ বছর পর মহিউদ্দিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের

বিশ্বজিৎ হত্যার খুনিদের ফাঁসির দাবিতে জবি শিবিরের মানববন্ধন 

হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক প্রত্যাহার

১০

‘স্পাইক ফেস্ট-২০২৫’ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটির মেয়েরা

১১

৪০ দিন আগেই কি মানুষ নিজের মৃত্যুর কথা বুঝতে পারে?

১২

বিয়ের আগেই মা হতে চান সুশান্তের প্রাক্তন

১৩

বেগম রোকেয়াকে ‘কাফের-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক, সমালোচনার ঝড়

১৪

নখ কাটলে কি অজু ভেঙে যায়?

১৫

কোনো দলেই নাম লেখাতে চাই না : সোহিনী

১৬

খালেদা জিয়ার আরোগ্য কামনায় এক হাজার হাফেজের ১০০ বার কোরআন খতম

১৭

জাকার্তায় সাততলা অফিস ভবনে আগুন, নিহত ১৭

১৮

পূর্বাঞ্চলে বাড়ছে রেলের ভাড়া, ২০ ডিসেম্বর থেকে কার্যকর

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত

২০
X