চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ব্যবসায়ী ও শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্করকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন আদালত। গ্র্যান্ড ট্রেডিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ১৮৯ কোটি টাকা ঋণ নেন লস্কর। তবে তিনি ঋণ পরিশোধ না করায় তার বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ের মামলা দায়ের করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) এর প্রেক্ষিতে চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচার মুজাহিদুর রহমান এ আটকাদেশ দেন।

আশিকুর রহমান লস্কর নগরের খুলশী এলাকার বাসিন্দা। ২০২৩ সালে তিনি বিদেশে পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

২০১৮ সালে গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজের নামে ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ১৭৫ কোটি টাকা ঋণ নেন আশিকুর রহমান লস্কর। পরে ঋণ পরিশোধ না করে পালিয়ে যান। ব্যাংকের নথিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সোনাছড়িতে প্রতিষ্ঠানটির ঠিকানা উল্লেখ করা হয়েছিল। বাস্তবে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পায়নি ব্যাংক কর্তৃপক্ষ। ২০২২ সালের ১ ডিসেম্বর আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে ১৭৫ কোটি টাকার অর্থঋণ মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক। আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এরপরও গত দুবছরে ঋণ পরিশোধ না করায় বর্তমানে ব্যাংকের কাছে আশিকুরের দেনার পরিমাণ দাঁড়ায় ১৮৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪২ টাকা। নালিশি ঋণের বিপরীতে ওই পরিমাণ সম্পদ বন্ধক না থাকায় এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয় ন্যাশনাল ব্যাংক।

মামলায় পরের বছরের ২২ মার্চ ডিক্রি হয়। এতে ৬০ দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে ওই ঋণ পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে বিবাদির বিরুদ্ধে ১৮৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪২ টাকা আদায়ের দাবিতে মামলা দায়ের করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, গ্র্যান্ড ট্রেডিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণ খেলাপি হলে আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে ২০২২ সালে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখা একটি মামলা দায়ের করে। এ নালিশি ঋণের বিপরীতে কোনো বন্ধকি সম্পত্তি না থাকায় নিলাম কার্যক্রম করা সম্ভব হয়নি। সার্বিক বিবেচনায় ওই খেলাপি ঋণ পরিশোধে বাধ্য করার প্রয়াস হিসেবে আদালত লস্করের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১০

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১১

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১২

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৩

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৪

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৫

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৬

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১৮

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৯

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

২০
X