গোপালগঞ্জে বিএনপির দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জানুয়ারি) মুকসুদপুর পৌরসভার চৌরঙ্গী এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই দ্বন্দ্বের সৃষ্টি।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর ক্যালেন্ডার বিতরণ করছিলেন তার সমর্থক জিম মোল্যা। এ নিয়ে সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক ক্যালেন্ডার ছিড়ে ফেলে। পরে জিমও সেলিমুজ্জামানের পোস্টার ছিড়ে ফেলে। পরে জিমকে মারধর করে সেলিমুজ্জামানের সমর্থকরা। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মন্তব্য করুন