সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতার বিরুদ্ধে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

অভিযুক্ত যুবদল নেতা আশরাফ ভূইয়া (ডানে)। ছবি: কোলাজ
অভিযুক্ত যুবদল নেতা আশরাফ ভূইয়া (ডানে)। ছবি: কোলাজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের এক নেতার বিরুদ্ধে ককটেল ফাটিয়ে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে এ.এন.জেড টেক্সটাইল মিলসের নির্মাণকাজের সময় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সোনারগাঁ থানায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া, মোতালেব মেম্বার, মুসা মিয়া, দিপু মিয়া, নাঈম, আরিফ, মোক্তারসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে ১ কোটি টাকার মালামাল লুটের লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে উপরোক্ত আসামিরা এ.এন.জেড টেক্সটাইল মিলের নির্মাণকাজে বাধা দিয়ে ২৫ লাখ টাকা দাবি করেন। এ চাঁদা না পেয়ে বুধবার সকালে নির্মাণাধীন স্থানে প্রবেশ করে আশরাফ ভূইয়াসহ ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসীর মাধ্যমে ককটেল ফাটিয়ে ঘরের টিন, গ্রিল, দরজা, জানালা, টিউবওয়েল, পানির মোটর, শ্যালো মেশিন এবং প্রায় ৩৪ টন রড, ৭০০ বস্তা সিমেন্ট, ৩০ টন আইভীমসহ মোট ১ কোটির মালামাল লুট করে নিয়ে যায়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ৫ আগস্টের পর বিএনপির বেশ কয়েকজন নেতা আমাদের কাজের জায়গায় ২৫ লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দেবে না বলে হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ আমাদের নির্মাণাধীন কাজে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়ার নেতৃত্বে একদল চাঁদাবাজ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বাধা দিয়ে শ্রমিকদের মেরে প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে তাদের জমি দাবি করে ব্যানার লাগিয়ে যায়। এ বিষয়ে আমি ১৯ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।

কোম্পানির নিরাপত্তা কর্মী বাবুল মিয়া জানান, কয়েক মাস ধরেই যুবদল নেতা আশরাফ ভূইয়া চাঁদা দাবি করে আসছিল। গতকাল সকালে তারা আমাদের কাজে বাধা ও ককটেল ফাটিয়ে আমার থাকার ঘরটিসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।

জমি বিক্রেতা শহিদুল্লাহ ভূইয়া বলেন, আমি গত বছর আনোয়ার হোসেনের কাছে জমিটি বিক্রি করেছি। স্থানীয় বিএনপি নেতাদের দাবিকৃত চাঁদা না দিতে চাইলে তারা জমি তাদের দাবি করে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নির্মাণ কাজের সব মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় প্রতিবেশী আব্দুল আউয়ালসহ একাধিক ব্যক্তি জানান, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকায় ত্রাসের রাজত্ব শুরু করেছে একদল প্রভাবশালী। দীর্ঘদিন ধরেই তারা এলাকায় বিভিন্ন কোম্পানিসহ নানা জায়গায় চাঁদাবাজি করছে। বহু বছর ধরেই আমরা দেখেছি শহিদুল্লাহ ভোগদখল করে আসছে। পরে শুনেছি সে একটি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। তবে আশরাফ ভূইয়ার নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ককটেল ফাটিয়ে গাড়িতে করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।

অভিযুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আগেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কে বা কারা এসব কাজ করেছে আমি জানি না।

অভিযুক্ত জামপুর ইউনিয়নের যুবদলের সভাপতি এমদাদুল হক দিপু বলেন, ঘটনাস্থলে আমার রেজিস্ট্রিকৃত জমি আছে। সে জায়গা মেপে সীমানা নির্ধারণ করতে গেলে আমাদের ওপর হামলা চালায়। থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে চলে আসার পর কী ঘটেছে, আমার জানা নেই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, বিএনপি নেতাদের বিরুদ্ধে ১ কোটি টাকার মালামাল লুটের ও জমি দখলের পৃথক দুটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১০

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১১

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১২

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৩

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৫

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৬

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৭

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৮

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৯

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

২০
X