বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়েও পালিয়ে যায় না’

নরসিংদীতে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল কাদির ভূইয়া জুয়েল। ছবি : কালবেলা
নরসিংদীতে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল কাদির ভূইয়া জুয়েল। ছবি : কালবেলা

বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বিএনপি সুসময়ে চরিত্র হারায় না, দুঃসময়ে পালিয়ে যায় না। বিএনপি ১৯৭১ সালে বাংলাদেশের জনগণকে রেখে পালিয়ে যায়নি। ১৯৭৫ সালে ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলাদেশকে টিকিয়ে ও ফিরিয়ে আনার নেতৃত্ব দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের রাখাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলন করে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির সময় দেশের অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত ছিল। গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, মিডিয়ার অধিকার, ভোটের অধিকার থেকে শুরু করে সব অধিকার বাস্তবায়নে বিএনপি কাজ করে গেছে।

তিনি আরও বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু রাজনৈতিক দল নয়, নেতা নয়, সমাজের জ্ঞানীগুণী প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি যেন সংসদে থাকে, সেজন্য তিনি সংসদে আরও একটি উচ্চকক্ষ তৈরি করবেন। যারা এমপি ও মন্ত্রীদের পরামর্শক হিসেবে থাকবেন। তাদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই এমপি, মন্ত্রীরা কাজ করবেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে সবাইকে নিয়ে কাজ করে যাবে। আগামী নির্বাচনে জনগণ যেন নিজের ভোট দিতে পারে সেটা আমরা চাই। ভোট যেন রাতে না হয়ে যায়, দিনের ভোট যেন দিনেই হয়। ভোটকেন্দ্র যেন কোনো মাস্তান দখল করতে না পারে। কোনো প্রশাসন যেন একটি বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কাজ সেটাই আমরা চাই।

বেলাব উপজেলা বিএনপির নেতা হাজি আব্দুল কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে এবং বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাজাহান, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজদ, মনোহরদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাম্মির রহমান টিপুসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১০

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১১

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১২

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৩

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

১৪

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

১৫

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

১৬

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

১৭

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

১৮

যে কারণে কনসার্ট থেকে বাদ ন্যান্সি

১৯

নারায়ণগঞ্জ / আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আড়াই কোটি টাকা অনুদান প্রদান

২০
X