কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সব হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা : গোলাম পরওয়ার

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন। ছবি : কালবেলা
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে সংঘটিত সব হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা। জুডিশিয়াল কিলিং করে নিরপরাধ মানুষদের নির্বিচারে হত্যা, দিনের ভোট রাতে দেওয়া, নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিসহ যত মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, সবকিছুই জালিম শেখ হাসিনার নির্দেশে হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে সব মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে। জুলাই-আগস্টে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের কাছে ঋণী। তাদের ঋণ পরিশোধ করতে হবে। আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি, যাদের শহীদ করা হয়েছে তারাও সেই বাংলাদেশ চেয়েছিলেন। সুতরাং সব হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। জুডিশিয়াল ক্যু করে জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সেই জুডিশিয়াল ক্যুর সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতেই হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদীরা যে ভাষায় কথা বলত, আজকে কেউ কেউ সে ভাষায় কথা বলছেন। তাদের ভাষায় ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ভাষায় কথা বলা বন্ধ করা উচিত। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ কখনো মেনে নেবে না। আমরা সবাই ঐকমত্যের ভিত্তিতে চলতে চাই। দেশবাসীকে এ লক্ষ্যে ৫ আগস্টের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই, তা হতে হবে সুষ্ঠুভাবে, সঠিকভাবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের সরকার গঠন করতে চাই। ফ্যাসিবাদের মতো অগণতান্ত্রিক পন্থা আমরা পছন্দ করি না। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত বিভাগগুলো সংস্কার করতে হবে, বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট যেই ৬/৭ বিভাগ রয়েছে। এসব বিভাগ সংস্কার না করে নির্বাচন দেওয়া হলে, নির্বাচন কখনো নিরপেক্ষ হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব। এরপর আর বিলম্ব না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দরকার।

ভোলার দাবি-দাওয়ার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোলার সাবেক এমপি ও মন্ত্রীদের লজ্জা হওয়া উচিত! ভোলার মানুষের যে দাবিগুলো রয়েছে এগুলো আরও ২০ বছর আগের দাবি। এগুলো আপনারা কেন বাস্তবায়ন করতে পারলেন না? ভোলার ২০ লাখ মানুষের প্রাণের দাবি ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে গৃহস্থালি কাজের জন্য সংযোগ দিতে হবে, ভোলা-বরিশাল সেতু নির্মাণ করতে হবে।

ভোলার আরেকটি সুন্দর দ্বীপ মনপুরা। এ দ্বীপের সঙ্গে বিদ্যুতের জাতীয় গ্রিড সংযুক্ত করতে হবে। ভোলার শিক্ষার্থীরা বরিশাল, ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে পড়াশোনা করে। ভোলার খেটে খাওয়া অভিভাবকদের জন্য এটা অত্যন্ত কষ্টকর। এজন্য ভোলায় একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ভোলার মানুষের এ দাবির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী একমত। আগামীদিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আপনাদের এ দাবিগুলো বাস্তবায়নে অগ্রাধিকার পাবে, ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মজলিসে শূরার সদস্য ও কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি ও কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য সচিব, আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযি।

সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক জেলা আমির, কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য মাওলানা ফজলুল করিম, সাবেক জেলা আমির অধ্যক্ষ মোস্তফা কামাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ঢাকার চরফ্যাশন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মো. মহিবুল্লাহ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, মু. হেলাল উদ্দিন রুবেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি, হাফেজ ইসমাঈল হোসেন, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, ভোলা পৌরসভা আমির মো. জামাল উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, লালমোহন উপজেলা আমির মাওলানা আক্তার উল্লাহ, বোরহান উদ্দিন, উপজেলা আমির মাওলানা মাকসুদুর রহমান, দৌলতখান উপজেলা আমির হাসান তারেক স্বপন হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আমির মাওলানা আব্দুর রব, মনপুরা উপজেলা আমির মাওলানা আমিমুল ইহসান জসিম, ছাত্রশিবিরের ভোলা শহর সভাপতি, আব্দুল্লাহ আল আমিন, জেলা সভাপতি মো. জসিম উদ্দিন, সম্মেলনে ভোলার বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্মেলনে আসার পথে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কর্মী আব্দুল হালিম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় সম্মেলনের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১০

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১১

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১২

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৩

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৪

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৫

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৬

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৭

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৮

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৯

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

২০
X