ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বৈরাচারী আ.লীগ সাড়ে ১৫ বছর দেশজুড়ে দলীয়করণ করেছে’

ভোলায় দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা
ভোলায় দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি : কালবেলা

স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছর দেশজুড়ে দলীয়করণ করেছে এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাসানি মঞ্চে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে আমরা রাজনৈতিক দলগুলোসহ অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো সংস্কার করেই জাতীয় নির্বাচন দিতে হবে। তবে সে সময় যেন দীর্ঘ না হয়। আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।

নতুন রাজনৈতিক দল গঠন বিষয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনে কোনো নিষেধ নেই, এটা হতেই পারে। যে কারো রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। যদি কেউ জনগণের ম্যানডেট নিয়ে নতুন দল গঠন করে তাতে অসুবিধার কিছুই নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, তেঁতুলগাছ লাগিয়ে যদি কেউ আম খেতে চায়, এটা যেমন অযৌক্তিক। তেমনি ৫৩ বছর যারা দেশে পরিচালনা করেছে, তাদের মাধ্যমে আগাম কোনো শান্তির বার্তা পাব- এ চিন্তাটাও অযৌক্তিক এবং অসম্ভব।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের যে ফসল বাংলাদেশে বিরাজ করছে, তাতে বাংলাদেশের জনগণ চায় আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি; কিন্তু ইসলামের কথা আমরা শুনি, বাস্তবে দেখিনি। এখন সবারই আশা-আকাঙ্ক্ষা, ইসলামের সুফলটা কী এটা দেখতে চায়। যে বারবার আমাদের বোকা পেয়ে ধোঁকা দিয়ে বারবার ক্ষমতার মসনদে বসেছিল সে সুযোগ বাংলার জমিনে আর হবে না।

ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ গাজী আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম।

এ দ্বিবার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলন ভোলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভোলা সদর উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দ্বিবার্ষিক সম্মেলনে শেষে ২০২৩-২৪ সালের পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মাওলানা আতাউর রহমান মোমতাজি ও সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামকে মনোনীত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামীপন্থিদের হামলা

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত এলো

যুদ্ধবিরতি কার্যকর / ভারত এখনো স্থগিত রেখেছে পাক-ভারত সিন্ধু জলচুক্তি

সিএনজি ফিলিং স্টেশনের কমিশন ৫ টাকা ১০ পয়সা বাড়ানোর দাবি

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের

ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড দাবি

পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

পিকআপভ্যান চাপায় দুই ভাইসহ নিহত ৩

সিলেটে আ.লীগ নিষিদ্ধের মিছিলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

১০

চবির পঞ্চম সমাবর্তনকে ঘিরে চলছে শেষ প্রস্তুতি

১১

প্রথমবারের মতো হলো ‘বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’

১২

ইনডোর ইস্যুতে টনক নড়েছে এনএসসির

১৩

যুদ্ধে ভারত-পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ

১৪

ধামরাইয়ে গ্রামবাসীর গণ অর্থায়নে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আরিফুলকে সংবর্ধনা

১৫

রিয়ালের দুইয়ে দুইয়ে চার মিলে গেছে

১৬

তারুণ্যের সমাবেশে পিকআপভ্যানে ঠান্ডা পানি বিতরণ

১৭

শিয়ালকোটে বিস্ফোরণের ভিডিও নিয়ে যা জানা গেছে

১৮

পাকিস্তান থেকে ফিরে যে অভিজ্ঞতার কথা শোনালেন রিশাদ

১৯

যুদ্ধবিরতির এক ঘণ্টা পর আবারও হামলা

২০
X