বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এ উদ্বেগ-আতংকের শেষ কোথায়

ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সড়ক পার হন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সড়ক পার হন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে মহাসড়ক সংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অভিভাবক-শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ-আতংক দেখা দিয়েছে। গত দেড় মাসের ব্যবধানে উপজেলায় ১৫ জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। এতে আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত।

রাজারহাট-চুকনগর মহাসড়ক সংলগ্ন মনিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিংহভাগ দুর্ঘটনা ঘটেছে। এতে মহাসড়ক লাগোয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাবক উদ্বিগ্ন ও আতংকিত হয়ে পড়েছেন। মহাসড়কে দুর্ঘটনা এড়ানোর উপায় বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর অংশের শুরু হয়েছে কুয়াদা বাজারে এবং শেষ ফকিররাস্তা বাজার। এরমধ্যে কুয়াদাহ স্কুল অ্যান্ড কলেজ, টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা, সিটিকে মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর সরকারি কলেজ, প্রতিভা বিদ্যানিকেতন, মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, বাঁধাঘাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়, আগরহাটি মহিলা আলিম মাদ্রাসা, চিনেটোলা মহিলা দাখিল মাদ্রাসাসহ কমপক্ষে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান এই মহাসড়ক লাগোয়া।

গত দেড়মাসের ব্যবধানে এই মাহসড়ক লাগোয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কমপক্ষে ২০টির বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ আটজনের প্রাণহানি হয়েছে।

গত ২২ জানুয়ারি একটি পিকআপ সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে থাকা ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই চালক আব্দুল মজিদ নিহত হন। এ ঘটনার কয়েকদিন আগে গত ১১ ডিসেম্বর ওই বিদ্যালয়ের সামনে প্রায় একই জায়গায় ট্রাকচাপায় রিক্তা পারভীন নামের এক গৃহবধূ নিহত হন। এ দুর্ঘটনার কয়েকদিন আগে ওই বিদ্যালয়ের মাত্র কয়েকগজ দূরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী ফারজানা ইয়াসমিন রিমি ও মারুফ হোসেন নিহত হন।

গত ১৫ ডিসেম্বর মহাসড়ক লাগোয়া সিটিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহীর মধ্যে আসাবুর রহমান (১৭) নামের এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও হাফিজুর রহমান (৫৫) নিহত হন। সর্বশেষ গত ২৮ জানুয়ারি এই মহাসড়ক লাগোয়া বাধাঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকচাপায় ভ্যানযাত্রী রূপা খাতুন (৪২) ও ভ্যানচালক মোসলেম উদ্দীন (৫৫) ঘটনাস্থলে নিহত হন।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একের পর এক দুর্ঘটনায় প্রানহাণির ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছেন। আতংকিত অভিভাবকরা তার সন্তানদের বিদ্যালয় থেকে নিয়ে অন্যত্রে ভর্তি করছেন।

এ বিষয়ে সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা জানান, রাস্তা পার হয়ে আসতে হয় বলে এমনিতেই বিদ্যালয়ে শিক্ষার্থী কম। তারপর একের পর এক দুর্ঘটনায় প্রাণহানিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে না। বাড়ি বাড়ি গিয়ে রাস্তা পারের অভয় দিয়েও কাজ হচ্ছে না। ইতোমধ্যে কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করেছেন।

অভিভাবক আজিজুর রহমান বলেন, সড়কে যে হারে দুর্ঘটনা বেড়েছে তাতে সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে বাড়ি ফিরে না আসা পর্যন্ত চিন্তায় থাকতে হয়।

জানতে চাইলে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) উপজেলা কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, বর্তমানে এ উপজেলা চরম দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে উঠেছে। এ কারণে সড়কে বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ন্ত্রণসহ সড়কে আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোরতা প্রদর্শনের বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

চুল পড়া রোধ করবে যে জিনিস

ডাকসু নির্বাচন, আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১০

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১১

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১২

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১৩

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

১৪

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১৫

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১৬

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১৭

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

১৮

ভিক্ষুকের বাসায় মিলল ৩ ভরি সোনা ও সাড়ে ৪ লাখ টাকা

১৯

জেলেই মারা গেলেন আসামি, কবরে গিয়ে ক্ষমা চাইল পুলিশ

২০
X