টাঙ্গাইলে গর্ভবতী ছাগল জবাই করায় আব্দুল বারেক নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার পাক বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, পৌরসভার পাক বাজারে এক মাংস ব্যবসায়ী চার মাসের গর্ভবতী একটি ছাগল জবাই করেন। জবাইয়ের পর চার মাসের একটি বাচ্চা বের হয়। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছাগলের মাংসগুলো জব্দ করে বিনষ্ট করে দেওয়া হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সেনেটারি ইন্সপেক্টর মো. সোহেল হোসেন, জেলা সেনেটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও পুলিশের একটি টিম।
মন্তব্য করুন