চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আগুনের ধোঁয়ায় দম্পতির করুণ মৃত্যু

চট্টগ্রামে কোতোয়ালিতে জাফর সওদাগর কলোনিতে আগুনের চিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রামে কোতোয়ালিতে জাফর সওদাগর কলোনিতে আগুনের চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় একটি কলোনিতে লাগা আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক দম্পতি মারা গেছেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের দুই সন্তানসহ তিনজনকে আহতবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানার বলুয়ারদীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত দম্পতি হলেন মো. ইলিয়াছ (৫০) ও তার স্ত্রী পারভিন আক্তার (৪৫)। হাসপাতালে ভর্তি আছেন তাদের দুই সন্তান মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩) এবং নিকটাত্মীয় মো. ফয়সাল (১৯)। বাসায় না থাকায় ইলিয়াস-পারভিনের আরেক মেয়ে তাহসিন (১৪) অক্ষত আছে বলে জানা গেছে। তাদের সবাইকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজি জাফর সওদাগর কলোনির মকসুদ মিয়া নামের একজনের মালিকানাধীন টিনশেড সারিবদ্ধ ঘরে আগুন লাগে। সেখানে পাঁচটি ঘর পুড়ে গেলেও বসতঘরের বাসিন্দাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু যে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় পাশের সেমিপাকা একটি ভাড়া ঘরের বাসিন্দা। সেই বসতঘরে আগুন লাগেনি। তবে টিনশেড ঘরে লাগা আগুনের ধোঁয়া তাদের বসতঘর আছন্ন করে ফেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় জানতে পারে একটি সেমিপাকা ঘরের শৌচাগারে পাঁচজন আটকে আছেন। পরে তারা আহতাবস্থায় ওই পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ জানান, ‘আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত ছিল না।’

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে আগুনের ধোঁয়া থেকে বাঁচতে পাঁচজন একটি শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন। আমরা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। তারা ঘর ছেড়ে বের হয়ে গেলে হয়তো নিজেদের বাঁচাতে পারতেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক কালবেলাকে বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে। এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কম্পিউটারের স্ক্রিন কি আপনার বয়স বাড়িয়ে দিচ্ছে, জানুন কী করবেন

মালাইকার বিস্ফোরক মন্তব্য

এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

‘ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

অধিকাংশ মানুষ কেন বাঁহাতে ঘড়ি পরেন, কারণ জানলে অবাক হবেন

বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন ডা. জুবাইদা

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

ফেব্রুয়ারিতেই ভোট হবে : ধর্ম উপদেষ্টা

ভারতে দুই বাংলাদেশিসহ পাঁচজনের যাবজ্জীবন

১০

লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের ভাস্কর্য

১১

ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

১২

খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

১৩

স্ত্রী নাকফুল না পরলে স্বামীর হায়াত কমে যায়? যা বলছে ইসলাম

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল চাচা-ভাতিজার

১৫

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৬

ভালোবাসার বন্ধন

১৭

ভারতে শত শত ফ্লাইট বাতিল, ২০ বছরের রেকর্ড

১৮

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৯

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

২০
X