পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয় ও চরকাজল পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
রোববার ও সোমবার (০৯ ও ১০ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির খেলার মাঠে দুদিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা।
ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বিস্কুট দৌড়, বস্তা দৌড়, রশি লাফ, সুই সুতা গাঁথাসহ বিভিন্ন খেলাধুলায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কোরআন তেলওয়াত, গজল, গিতা পাঠ, কবিতা আবৃত্তি, গান, নৃত্য এবং যেমন খুশি তেমন সাজোতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুন্নবী।
আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপার ভাইজার আবুল কালাম সাইদ, চর আগস্তী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, দক্ষিণ চর বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দীন, উপজেলা জামায়াতের আমির জাকির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। এ ছাড়াও স্থানীয় এনজিও কর্মী, স্বাস্থ্য কর্মী, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় নবাগত শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন