কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শহীদ মিনার নেই ১৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মহান ভাষা আন্দোলনের ৭৩ বছরেও সাতক্ষীরার কলারোয়ায় বেশিরভাগ স্কুল-কলেজে নির্মাণ করা হয়নি শহীদ মিনার। স্বীকৃত ২১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এ ছাড়া উপজেলার কোনো মাদ্রাসায় নেই একটিও শহীদ মিনার। যদিও কলারোয়া আলিয়া মাদ্রাসায় একটি শহীদ মিনার নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, যা জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়ন করার কথা ছিল। আজও এর প্রাথমিক কোনো কাজ শুরু হয়নি। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়নের কোথাও আজও নির্মাণ করা হয়নি একটি শহীদ মিনার।

খোঁজ নিয়ে জানা গেছে, কলারোয়া পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নে শহীদ মিনার রয়েছে ৩৪টি। এর মধ্যে কলারোয়া ফুটবল ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনার, কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল, তুলসীডাঙ্গা সরকারি প্রাইমারি স্কুল, গোপিনাথপুর সরকারি প্রাইমারি স্কুল—এই আটটি শহীদ মিনার কলারোয়া পৌরসভাধীন।

সূত্র জানায়, উপজেলায় ২৭টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসার কোথাও নির্মাণ করা হয়নি শহীদ মিনার। উপজেলার ১২টি বেসরকারি কলেজের মধ্যে সাতটি কলেজ ক্যাম্পাসে নির্মাণ করা হয়নি কোনো শহীদ মিনার। শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারেন না।

খোঁজ নিয়ে দেখা যায়, বেসরকারি কলেজের চেয়ে শহীদ মিনার নির্মাণের দিক থেকে অনেকটা এগিয়ে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়। কেননা উপজেলার এমপিওভুক্ত ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিতে শহীদ মিনার রয়েছে। অন্যদিকে উপজেলার ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে সাতটি।

কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনারের গুরুত্ব অপরিসীম। এরই মধ্যে শহীদ মিনারের সংখ্যা জানতে চেয়ে পত্র দিয়েছে কর্তৃপক্ষ। পত্রে দেওয়া তথ্য আমরা প্রদান করেছি।

সাতক্ষীরা জেলার ক্ষণজন্মা ব্যক্তিত্ব ভাষাসংগ্রামী প্রয়াত শেখ আমানুল্লাহ তার জীবদ্দশায় অনেক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ে তোলার কথা বলতেন। তিনি প্রয়াত হয়েছেন ৮ বছর। কিন্তু তার লালিত স্বপ্ন বাস্তবায়ন করে প্রয়াত এই ভাষাসংগ্রামীর প্রতি আমরা প্রকৃত শ্রদ্ধা দেখাতে পারি। এজন্য প্রয়োজন উদ্যোগ ও সমন্বিত প্রয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

ভোলায় সড়কে ঝরল ৪ প্রাণ

একসঙ্গে দিশা-তালবিন্দর

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ভোটের পরেও যে কারণে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরও ব্যবস্থা : ইসি মাছউদ

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন আরেক নেতা

১০

ধর্মের অপব্যবহার করে নির্বাচনে প্রভাবচেষ্টা আইনত অপরাধ : মাহদী আমিন

১১

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে নারীর জঘন্য কাণ্ড

১২

জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে শান্ত-মুশফিক

১৪

বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পাচ্ছে না পাকিস্তান!

১৫

সাতক্ষীরায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৬

কেন উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানা

১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেসব জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

১৮

বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি পেছাল

১৯

বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

২০
X