বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুট লিখে কৃষকদল নেতার ‘আত্মহত্যা’

কৃষকদল নেতার ‘আত্মহত্যা’
ছবি : গ্রাফিক্স কালবেলা

নওগাঁর ধামইরহাটে চিরকুটে বিএনপি নেতাদের দায়ী করে কৃষকদলের এক ওয়ার্ড সভাপতির বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে মঙ্গলবার সন্ধ্যায় ওই নেতার মৃত্যু হলেও বিষয়টি সামনে আসে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।

নিহতের স্ত্রী খাদিজার দাবি, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি ও কৃষকদলের নেতাদের চিরকুটে দায়ী করে বিষপানের পর হাসপাতালে মৃত্যু হয় তার স্বামীর।

নিহত মামুনুর রশীদ (৪৫) উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাতকুন্ডু এলাকার মৃত মহির উদ্দীনের ছেলে। তিনি ওই ওয়ার্ডের কৃষক দলের সভাপতি ছিলেন।

মামুনের লিখে যাওয়া বলে তার স্ত্রীর দাবি করা ‘চিরকুটটি অশুদ্ধ ও অস্পষ্ট’, যা যাচাই করা যায়নি। তবে ওই চিরকুটে লেখা রয়েছে, ‘কোথায় বা কাহাকে দিতে হবে, শামিম কথামতো তার হাতে বুঝে দেয়। শামিমের কারণে এই টাকা দেওয়া হয়েছে। এখন আমার মৃত্যু ছাড়া কি উপায় আছে।’

চিরকুটে আরও লেখা আছে, কয়েকজনের নাম ও টাকার পরিমাণ। এ ছাড়া নামের পাশে মোবাইল নাম্বারও দেওয়া আছে। সেখানে ‘উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি আরমান হোসেন রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও বাবুল ভাইকে বিভিন্ন সময় ১০ ও ২০ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা দিয়েছি। হাওলাত বাবদও টাকা নিয়েছে বলে চিরকুটে লেখা আছে।’

এ ছাড়া লেখা আছে পান, সিগারেট এবং চা এর হিসাব করিনি। এবং তারা সকলে দায়ী বলে চিরকুটে লেখা আছে।

স্বামীর মৃত্যুর বিচার চেয়ে স্ত্রী খাদিজা বলেন, ‘গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার সময় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে (খিরা) ফসলের মাঠে আমার স্বামীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক জয়পুরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। শরীরের অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, মামুন বিষ পান করায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। বুধবার বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমার স্বামী হত্যার বিচার চাই।’

স্থানীয়রা জানান, বরেন্দ্রর ডিপ টিউবওয়েলের নিয়োগের কথা বলে কে বা কারা ৭০ হাজার টাকা নিয়েছে। গত ১২ তারিখ বরেন্দ্রর নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ার কারণে মন খারাপ ছিল নিহত মামুনের। সম্ভবত এ কারণেই সে বিষপান করেছে। এ বিষয়ে একটি চিরকুট লিখে গেছে সে। চিরকুটের সূত্র ধরে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জানতে চাইলে চিরকুটে অভিযোগ ওঠা ধামইরহাট উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমার এ বিষয়ে জানা নেই। আমি এলাকায় ছিলাম না। গতকাল এসে বিষয়টি শুনতে পাই। কারা, কি জন্য এসব করছে তা জানা নেই। বিষয়টি সত্য নয়।’

একইদিন জানতে চাওয়া হয় চিরকুটে সরাসরি অভিযোগ তোলা শামিমের কাছে। তিনি নিজেকে বিএনপির সঙ্গে জড়িত দাবি করে কালবেলাকে বলেন, ‘মামুন ভাইয়ের সকেঙ্গ আমার ৭৫ হাজার টাকার একটা লেনদেন ছিল। আমার এক ভাইয়ের ব্যাংক থেকে লোন বাবদ মামুন ভাইকে দলিলসহ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। যেটা তার পরিবার জানে। লোন করে দিতে না পারলে টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু সে কখন কাকে টাকা দিয়েছে আমি জানি না। তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তিনি চিঠিতে কেন আমার নাম লিখে বিভ্রান্তি সৃষ্টি করে গেল এটা আমার জানা নেই। এ ছাড়া ডিপ টিউবওয়েলের নিয়োগ ছাড়ার পর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। এখন কি বিষয়ে কাকে টাকা-পয়সা দিয়েছে, সেটা আমি কিছু জানি না ভাই।’

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম কালবেলাকে বলেন, ‘ওই ব্যক্তি বগুড়া মেডিকেলে মৃত্যুবরণ করেছেন। যার নাম আমাকে বলা হয়েছে আমিনুর রশিদ। আমি আইনগত প্রক্রিয়ার জন্য তাদেরকে বলেছি। আর চিরকুটের বিষয়ে পরিবার থেকে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১০

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১১

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১২

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৩

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৪

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

১৫

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার ৭ সুপারিশ

১৬

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

১৭

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

১৮

আসুন আমরা অন্যায়-অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকি : মঈন খান

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না বুলবুল-ফাহিমের, করতে হবে নির্বাচন

২০
X