মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোকপ্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সিলেট জেলার ১২ ছাত্রলীগ নেতাকর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় ১২ নেতাকে নিজেদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল মুরসালিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, উপ-আপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ ও সহসম্পাদক মুর্শেদ আলম ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি এহসান আহমদ।
এ বিষয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কালবেলাকে বলেন, ‘যুদ্ধাপরাধী সাঈদীর মৃত্যুর পর বাংলাদেশ ছাত্রলীগের যেসব নেতাকর্মী সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী প্রত্যেক ইউনিট তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।
রাহেল সিরাজ বলেন, সিলেট জেলা ছাত্রলীগ এখন পর্যন্ত ১২ জন শনাক্ত করতে পেরেছে, যারা সাঈদীর মৃত্যুতে ফেসবুকে সমবেদনা জানিয়েছে। তারা আবার পরবর্তীতে ভুল বুঝে ফেসবুকের পোস্ট সরিয়ে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ আমাদের যে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দিয়েছি।
মন্তব্য করুন