ফেনী ও দাগনভূঞা প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদক খুঁজতে গিয়ে অস্ত্র উদ্ধার, ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আশরাফুল হাসান জাবেদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার আশরাফুল হাসান জাবেদ। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞায় ছাত্রদল নেতার বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড বুলেট উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ পরই তাকে বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ মার্চ) দুপুরে দাগনভূঞা উপজেলা ছাত্রদলের ওই নেতার বাড়ি থেকে এ আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযুক্ত আশরাফুল হাসান জাবেদ দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

অভিযান শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর দাগনভূঞার অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের লক্ষ্যে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সে অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে মর্মে দাগনভূঞা পৌরসভার ২নং ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশরাফুল হাসান জাবেদের ঘরে অভিযান পরিচালনা করি।

তিনি আরও জানান, মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাই আমরা। বুলেট পাওয়ার পর অস্ত্র উদ্ধারে তাদের পুরো ঘর তল্লাশি করে তার বাড়ির ছাদ থেকে একটি দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এ ছাড়া দেশীয় ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

অভিযানের আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘর থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাড়ির পাশ থেকে যৌথবাহিনী জাবেদকে গ্রেপ্তার করে। এ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জোনের উপপরিচালক সোমেন মণ্ডল, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম ও দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা জাবেদ সাংবাদিকদের জানান, আমি দলীয় গ্রুপিং ও প্রতিহিংসার শিকার হয়েছি। এটি একটি নাটকীয় অভিযান হয়েছে।

এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান কালবেলাকে জানান, ছাত্রদল নেতা জাবেদের বাড়ি থেকে দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১০

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১১

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১২

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৩

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৪

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১৫

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১৬

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৭

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৮

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৯

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

২০
X