ফেনী ও দাগনভূঞা প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদক খুঁজতে গিয়ে অস্ত্র উদ্ধার, ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আশরাফুল হাসান জাবেদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার আশরাফুল হাসান জাবেদ। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞায় ছাত্রদল নেতার বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড বুলেট উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ পরই তাকে বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ মার্চ) দুপুরে দাগনভূঞা উপজেলা ছাত্রদলের ওই নেতার বাড়ি থেকে এ আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযুক্ত আশরাফুল হাসান জাবেদ দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

অভিযান শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর দাগনভূঞার অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের লক্ষ্যে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। সে অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে মর্মে দাগনভূঞা পৌরসভার ২নং ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশরাফুল হাসান জাবেদের ঘরে অভিযান পরিচালনা করি।

তিনি আরও জানান, মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাই আমরা। বুলেট পাওয়ার পর অস্ত্র উদ্ধারে তাদের পুরো ঘর তল্লাশি করে তার বাড়ির ছাদ থেকে একটি দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এ ছাড়া দেশীয় ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

অভিযানের আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘর থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাড়ির পাশ থেকে যৌথবাহিনী জাবেদকে গ্রেপ্তার করে। এ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জোনের উপপরিচালক সোমেন মণ্ডল, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম ও দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা জাবেদ সাংবাদিকদের জানান, আমি দলীয় গ্রুপিং ও প্রতিহিংসার শিকার হয়েছি। এটি একটি নাটকীয় অভিযান হয়েছে।

এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান কালবেলাকে জানান, ছাত্রদল নেতা জাবেদের বাড়ি থেকে দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৫ কৌশলে শেখার গতি বাড়বে, মনোযোগও থাকবে বেশি

মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস

তিন শতাধিক মৃত্যু / পাকিস্তানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ইরান

এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

হাড় আর জোড়ার ব্যথা নিয়ে জানুন ফিজিওথেরাপিস্টের পরামর্শ

আয় বাড়াবেন কীভাবে

ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় অ্যারিন

বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি কী?

খেজুর দিয়ে বানানো বিশেষ এই খাবার সম্পর্কে কী জানেন?

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

মাথাব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন

১২

নিজেই আক্রান্ত হাসপাতাল

১৩

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

১৪

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

১৫

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

১৬

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

১৭

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

১৮

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

১৯

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

২০
X