সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে : নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের প্রতি আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হই।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জে এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাজার স্টেশনে বিজয়সৌধ চত্বরে জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত, রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলছি। কারণ, গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে; জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে এগোই; তাহলে নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া যে চলমান থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। আমরা চাইব, দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে তারপর সামনে এগোই।

তিনি আরও বলেন, আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে। মৌলিক পরিবর্তন হতে হবে। কারণ, পরিবর্তনের জন্যই গণঅভ্যুত্থান। যদি পরিবর্তনই না হয়, তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে এসেছিল; রক্ত দিয়েছিল। সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সরকারকে সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি, আগে বিভিন্ন সময় পরিবর্তন-সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার ক্ষমতায় এসে কথা রাখেনি। আমরা চাই না এবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণা করার সুযোগ পাক।

তিনি বলেন, আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। নতুন সংবিধান হলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আবার প্রতিষ্ঠা করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে নতুন অধ্যায় সৃষ্টি করতে চেয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন আকাঙ্ক্ষা ও স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। আমরা বৈষম্যহীন সমাজের কথা বলতে এসেছি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার কথা বলেছি। মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই কথা বলছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের মুখপাত্র টি এম মুশফিক সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের সংগঠক যূঁথী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্য ফজল হোসেন, আহত মহসিন রেজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

সড়কে নিয়ম ভাঙার মহোৎসব / যানজট নিরসনে ভুমিকা নেওয়ায় সুবিধাভোগীদের রোষানলে পুলিশ কর্মকর্তা

বালু উত্তোলনের লাইভ প্রচার করায় নির্যাতন

দেয়াল-পিলারে ফাটল, মেঝেও ধসে গেছে সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের

কাকরাইল রণক্ষেত্র, পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের

১০

‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’

১১

বরইতলা নদীকে গলা চেপে ধরেছে অপরিকল্পিত বাঁধ

১২

নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির

১৩

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শেষ রোববার

১৪

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

১৫

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

১৬

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

১৭

‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’

১৮

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

১৯

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

২০
X