

সিরাজগঞ্জ সদর উপজেলায় মো. জাকারিয়া সরকার নামে এক জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত চক্র রিভলবার ঠেকিয়ে নগদ টাকা, ৬টি মোবাইল এবং স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভুক্তভোগী জাকারিয়া সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। জাকারিয়া সরকার সায়দাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।
এর আগে রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
জাকারিয়া সরকার বলেন, কড্ডা-বেলকুচি আঞ্চলিক সড়কের পাশে আমার বাড়ি। রোববার রাতে রাস্তার উপরে একটি ট্রাক ঠেকানো ছিল অনেক সময়। আমরা প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। ঘটনার ২০ মিনিট আগে আমি বাড়ি থেকে বেরিয়ে কড্ডার মোড়ের দিকে যাই। এরপর আমার ছেলে বাড়ির ভেতরে ঢুকে। তার পেছনে এক লোকও প্রবেশ করে। পরে আরও দুজন ঢুকে বলে আমরা পুলিশের লোক। তারা বলে, আপনার ঘরের মধ্যে অবৈধ অস্ত্র আছে। এই বলে আমার বড় ছেলেকে ঘরের মধ্যে নিয়ে একজন রিভলবার ও ছুরি ধরে। আরও কয়েকজন মানুষ বাড়িতে ঢুকে নারীদের আটকে রাখে। আমার ছোট ছেলে বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মাথায় রিভলবার ও শরীরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সবকিছু দিতে বলে। আলমারি ভেঙে নগদ ৯২ হাজার ৬০০ টাকা, গহনা ও ৬টি মোবাইল লুট করে চলে যায়।
তিনি আরও বলেন, সব মিলিয়ে ৪ লাখ ৯২ হাজার ৬০০ টাকার মালামাল লুট করেছে ওই ডাকাতদল। সিসিটিভি ফুটেজ দেখে সাতজনের বিরুদ্ধে মামলা করেছি।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম, ডাকাতির ঘটনায় একটি অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
মন্তব্য করুন