কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মুরাদনগরের একজন উপদেষ্টার কথায় সেখানকার এসপি-ওসিরা ওঠা-বসা করছে’

সিরাজগঞ্জে জুলাইয়ের শহীদ পরিবার এবং হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে জুলাইয়ের শহীদ পরিবার এবং হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে লুকোচুরি খেলা করছে। একবার বলছে, জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে, একবার বলে মার্চে, আবার বলছে জুনে হবে, কেন তারা এমন করছে, তা আমাদের বোধগম্য নয়।

তিনি আরও বলেন, কুমিল্লার মুরাদনগরের একজন শক্তিশালী উপদেষ্টার কথায় সেখানকার এসপি-ওসিসহ প্রশাসন ওঠা-বসা করছে। বিএনপি নেতারা ফোন দিলে ওসিরা ফোন ধরছে না। সেখানে সে উপদেষ্টার নির্দেশে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাদের পবিত্র ঈদের প্রাক্কালে গ্রেপ্তার করছে। এ সরকার তো নিরপেক্ষ সরকার। অথচ তাদের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হাসিনা সরকার ও অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। ঈদের আগে শেখ হাসিনা যে কাজ করত এখনো কুমিল্লায় তা হচ্ছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা মাঠে জুলাইয়ের শহীদ পরিবার এবং হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জামায়াতের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির এই নেতা বলেন, একটি রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা বিতর্কিত, তারা একাত্তরে অপরাধ করেছে। তাই একাত্তরের স্মৃতিকে ভুলিয়ে দিতে তারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে।

রিজভী আরও বলেন, যে দল ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা গণপরিষদ চাইতে পারে। কিন্তু যেসব ছেলে বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায় এটাই আমার প্রশ্ন। গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে, কিন্তু ২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতা তো অর্জিত হয়েছে ১৯৭১ সালে।

তিনি বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের বিচার আমরাও চাই, কিন্তু সে বিচার করতে কত কয় বছর লাগবে? এক থেকে দেড় বছরেই তো বিচার করা সম্ভব, কিন্তু তারা সেদিকে মনোযোগ না দিয়ে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীমের অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্যসচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক ও সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক মণ্ডল প্রমুখ।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির ও ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৮ বছরেও হয়নি ভাঙা সেতু সংস্কার, পারাপারে ভরসা ‘ড্রামের ভেলা’ 

গাজার পথে আটক শহিদুল আলম / সরকারের উদ্দেশে মির্জা ফখরুলের আহ্বান

ভারত থেকে ভেসে আসা গুঁড়ি বিক্রি হচ্ছে ‘চন্দন কাঠ’ নামে

তীব্র যানজট, মোটরসাইকেলে গন্তব্যে গেলেন সড়ক উপদেষ্টা

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুজন

অচল দৌলতপুর প্রাণিসম্পদ অফিস, ভোগান্তিতে হাজারো খামারি

চালকের গলা কেটে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

সঙ্গীর কথা বলা বন্ধ করে দেওয়া শুধু অভিমান নয়, হতে পারে মানসিক নির্যাতন

১০

গুমের বিচারের মুখোমুখি শেখ হাসিনাসহ ৩০ জন

১১

মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

১২

রান্নায় হলুদ বেশি পড়ে গেছে? যা করণীয়

১৩

হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার মেনন-আতিক-পলক

১৪

জুবিনের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, এবার গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা

১৫

বাসচাপায় শিক্ষক নিহত, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৬

যুব আন্দোলন নেতা আমির হামজার ওপর হামলার অভিযোগ 

১৭

সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুরে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

১৮

আদালতে বিচারককে গুলি করে হত্যা

১৯

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

২০
X