কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:০১ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

খেলাধুলাকেও দলীয়করণ করেছিল আ.লীগ : রহমাতুল্লাহ

বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ গত ১৫ বছরে খেলাধুলাকেও দলীয়করণ করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বরিশাল সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নের পতাং স্কুল মাঠে বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আবু নাসের বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার দালালি না করলে জাতীয় পর্যায়ে ক্রিকেট অঙ্গনে অধিনায়কত্ব দেওয়া হয়নি। এ ক্ষেত্রে যোগ্য ক্রিকেটারকেও দলীয় রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত করে বঞ্চিত করেছে। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখতে হবে। শরীর চর্চার অংশ হিসেবে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে।

তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ তরুণ প্রজন্মকে পড়াশোনা ও খেলাধুলা থেকে দূরে সরিয়ে পরিকল্পিতভাবে মাদকের দিকে আসক্ত হতে বাধ্য করেছিল। মুসলিমপ্রধান দেশে পাঠ্যপুস্তকে অন্য ধর্মের সংস্কৃতি অন্তর্ভুক্ত করে দিয়েছে। ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। মুসলমানদের সন্তানরা ইসলামী সংস্কৃতি জানবে আর হিন্দুরা তাদের ধর্মের ইতিহাস চর্চা করবে। কিন্তু পাঠ্যপুস্তকে বিকৃতভাবে উপস্থাপনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে বিপথগামী করেছিল আওয়ামী লীগ।

রহমাতুল্লাহ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল ভোটাধিকার হরণ করে। সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।

এ সময় উন্নত রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান দলের এই কেন্দ্রীয় নেতা। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন তিনি।

টুংগীবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ৯নং টুংগীবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, দাইয়ান ইশতী, ইলিয়াস আহমেদ, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সদস্য রানা আহম্মেদ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কেএম মাইনুল, খিলগাঁও থানা বিএনপির ১নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নওশাদ, বরিশাল জেলা তাঁতী দলের (দক্ষিণ) ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সরোয়ার আকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১০

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১১

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১২

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৩

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৪

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৫

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৬

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৭

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৮

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৯

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

২০
X