

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বন্দরনগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর পাঁচ তারকা হোটেলে রেডিসন ব্লু থেকে সভাস্থল পলোগ্রাউন্ড মাঠে পৌঁছাতে তারেক রহমানের সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। সড়কের দুপাশে অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনা ও ভিড় ঠেলে তাকে এ পথটুকু পাড়ি দিতে হয়।
ভোর থেকেই ভিড় : রোববার ভোরের আলো ফোটার আগেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেন। অনেকে আবার প্রিয় নেতাকে একনজর দেখার আশায় গত রাত থেকেই মাঠের আশপাশে অবস্থান নিয়েছে ন।
সড়কে সংবর্ধনা : রেডিসন ব্লু থেকে বের হওয়ার পর পুরো পথজুড়ে নেতাকর্মীদের বিশাল উপস্থিতি লক্ষ করা গেছে। সড়কের দুপাশে দাঁড়িয়ে সমর্থকরা স্লোগান ও হাত নেড়ে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। মহাসমাবেশকে কেন্দ্র করে পুরো সমাবেশস্থল ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন এবং দলীয় স্লোগানে ছেয়ে গেছে।
নিরাপত্তা বলয় : মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন স্তরের নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে।
জোনভিত্তিক বিভাজন : মূল মঞ্চটিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্য প্রার্থীরা থাকতে পারবেন। এ ছাড়া সাংবাদিক ও নারীদের জন্য ইয়েলো জোনে আলাদা ব্লকের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিমানে চট্টগ্রাম পৌঁছান এবং রাতে রেডিসন ব্লু হোটেলে রাত্রিযাপন করেন। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ৩০ মিনিটে তার মহাসমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
মন্তব্য করুন