রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার উথুরা ইউনিয়নে ঘটনাটি ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।

গ্রেপ্তার মো. আনারুল ইসলাম (৩৬) উথুরা ইউনিয়ন হাতিবেড় এলাকার আব্দুল কাদেরের ছেলে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে পাঁচ বছরের শিশুটি খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়ে পাশের মাছের প্রজেক্ট সংলগ্ন স্থানে যায়। এ সময় অভিযুক্ত আনারুল শিশুটিকে গাছ থেকে তেঁতুল পেড়ে দেওয়ার লোভ দেখিয়ে মফিজুল রহমান মাস্টারের পরিত্যক্ত বাড়ির ভিতর আমড়া গাছের নিচে নিয়ে ধর্ষণচেষ্টা করে। তখন শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ধর্ষক আনারুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

এদিকে ভুক্তভোগী শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার বাদী ভুক্তভোগী শিশুটির ভাই মবিন হোসাইন কালবেলাকে বলেন, আমার বোনের অবস্থা বেশি ভালো না। তাকে ওটিতে নেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ সময় তিনি কান্নারত কণ্ঠে বলেন, আমার শিশু বোনের বয়স যখন আড়াই বছর তখনও ওই (আনারুল ইসলাম) ব্যক্তি ধর্ষণচেষ্টা করে, সেটা আমার মা জানত। এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করার ভয়ভীতিসহ বাড়িঘর ভাঙচুরের হুমকি দিচ্ছে আনারুলের পরিবার।

উথুরা ইউনিয়ন ১নং হাতিবেড় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবুল বলেন, ধর্ষণ হয়েছে তা কতটুকু সঠিক বা মিথ্যা এটা তো জানতে পারলাম না। কেউ আমাদের কাছে আসেনি। যদি অন্যায় করে তাহলে বিচার হোক আমিও চাই।

ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান বলেন, গত ১০ এপ্রিল পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টা চালায় আনারুল নামে এক যুবক। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পিটুনিতে আহত আনারুল চিকিৎসাধীন। আমরা আরও সতর্ক আছি যাতে এ ধরনের ঘটনা না ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

দেবীর বোধনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

হারানো গণতন্ত্র পুনরুদ্ধার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব : সেলিমুজ্জামান 

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস

জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ গণতন্ত্র মঞ্চের

উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি আমিনুল হকের

কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

বিটিসিএলের নতুন ৫ সেবা নিয়ে ব্রেকিং দিলেন ফয়েজ আহমদ

‘মানবাধিকার কমিশনের নামে অমানবিকতার চর্চা এদেশের মানুষ চায় না’

১০

আলভারেজ নৈপুন্যে অ্যাথলেটিকোর মাঠে বিধ্বস্ত রিয়াল

১১

বিইউবিটিতে বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প সম্পন্ন

১২

প্রিমিয়ার লিগে সিটির বড় জয়, চেলসি-লিভারপুলের হার

১৩

ময়লা ছিটিয়ে পরিষ্কার অভিযান, ভিডিও ভাইরাল

১৪

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

ভ্যাপসা গরমসহ ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৬

শিক্ষার মানোন্নয়নে ইউসিটিসির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৭

সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান?

১৮

বরিশাল বিভাগে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত, হটস্পট বরগুনা

১৯

তিন উপজেলার ৪৬ পূজামণ্ডপে খালেদা জিয়ার অনুদান

২০
X