

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত ও শ্রদ্ধেয় কোচ মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রীড়াজগতে। জাতীয় দলের বহু ক্রিকেটারের শৈশব ও বিকাশপর্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই কোচের প্রয়াণে আবেগে ভেঙে পড়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা ও নাজমুল হোসেন শান্তসহ দেশের তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিট ও বয়সভিত্তিক দলের কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করা জাকি চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে নিয়মিতভাবেই মাঠে উপস্থিত ছিলেন তিনি। ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে ফিল্ডিং ড্রিল করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি তাকে।
বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে থাকা সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, জাকির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ছিল এবং ক্রিকেট জীবনের শুরুর সময় থেকেই তিনি এই কোচের সান্নিধ্যে ছিলেন। ক্রিকেট মাঠেই প্রিয় কাজ করতে করতে জাকির শেষ সময় কাটানো—এ কথাও আবেগের সঙ্গে উল্লেখ করেন সাকিব।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জাকিরকে স্মরণ করেন একজন অসাধারণ বোলিং চিন্তাবিদ হিসেবে। তার ভাষায়, বোলিংয়ের বায়োমেকানিক্স নিয়ে জাকির জ্ঞান ছিল অনন্য, আর ক্রিকেট মাঠেই তার বিদায় নেওয়া গভীরভাবে নাড়া দিয়েছে।
নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে শোক জানান তামিম ইকবাল। মাঠে হার্ট অ্যাটাকের ঘটনার স্মৃতি টেনে এনে তিনি বলেন, সেই ভয় আজও তাকে কাঁপিয়ে তোলে। জাকির মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করেন।
রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাকিরকে একজন সৎ, সহানুভূতিশীল ও ক্রিকেটারদের পাশে থাকা মানুষ হিসেবে স্মরণ করেন। দেশের মানুষের কাছে তার জন্য দোয়া চেয়ে শান্ত বলেন, জাকি ছিলেন এমন একজন মানুষ, যিনি নিঃস্বার্থভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়াতেন।
মাঠে, ড্রেসিংরুমে কিংবা অনুশীলনে—বাংলাদেশ ক্রিকেটের অসংখ্য অধ্যায়ের নীরব কারিগর ছিলেন মাহবুব আলী জাকি। ক্রিকেটের মাঝেই তার বিদায় দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় শূন্যতা হয়ে থাকল।
মন্তব্য করুন