মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা

চৌমুহনা এলাকায় সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সিপিবি নেতারা। ছবি : কালবেলা
চৌমুহনা এলাকায় সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সিপিবি নেতারা। ছবি : কালবেলা

মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের চৌমুহনা এলাকায় এক সমাবেশ শেষে মিছিল করতে গেলে এ ঘটনা ঘটে।

সিপিবির নেতারা জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের নেতারা মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর বাজারে সমাবেশ করতে যান। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা তাদের ব্যানার ও হ্যান্ডমাইক কেড়ে নিয়ে বাধা দেন। জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্তকে কিলঘুষি মারা হয় বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে ও বৃহস্পতিবারের সমাবেশে বাধা প্রদানকারীদের শাস্তির দাবি করে শুক্রবার বিকেলে মৌলভীবাজার চৌমুহনায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে মিছিল বের করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেন বাম জোটের নেতারা।

সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি এড. মকবুল হোসেনের সভাপতিত্বে ও জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতাত্ত্বিক দল-বাসদের মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্টট পার্টি (সিপিবি) জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর জয়েস এবং সমাবেশ পরিচালনা করেন।

সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত বলেন, আমরা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার রাজনগরে সমাবেশ করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের হ্যান্ডমাইক ও ব্যানার কেড়ে নেয়। এ সময় তারা আমাকে কিল-ঘুষি মারে। তাদের শাস্তির দাবিতে আমরা আজ (শুক্রবার) বিকেলে চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ করতে যাই। কিন্তু সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের করলে আমাদের বাধা দেয়।

এদিকে মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনূর রশিদ চৌধুরী বলেন, রাস্তায় গাড়ি ছিল। ধ্বংসাত্মক কাজ যাতে না হয় এবং আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ বলতে পারে। পুলিশের বাধা দেওয়ার বিষয়টি আসছে কেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হবে : নেজামে ইসলাম

রেস্তোরাঁয় এসে খাবার খাচ্ছে মাছ

ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির

রূপালী ব্যাংকে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

দেশের শীর্ষস্থানীয় ১০ শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিইউএফটির সমঝোতা স্বাক্ষর

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

১০

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

১১

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

১২

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

১৩

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

১৪

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

১৫

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১৬

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

১৮

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১৯

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

২০
X