মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা

চৌমুহনা এলাকায় সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সিপিবি নেতারা। ছবি : কালবেলা
চৌমুহনা এলাকায় সমাবেশ শেষে মিছিল করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন সিপিবি নেতারা। ছবি : কালবেলা

মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের চৌমুহনা এলাকায় এক সমাবেশ শেষে মিছিল করতে গেলে এ ঘটনা ঘটে।

সিপিবির নেতারা জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের নেতারা মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর বাজারে সমাবেশ করতে যান। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা তাদের ব্যানার ও হ্যান্ডমাইক কেড়ে নিয়ে বাধা দেন। জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্তকে কিলঘুষি মারা হয় বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে ও বৃহস্পতিবারের সমাবেশে বাধা প্রদানকারীদের শাস্তির দাবি করে শুক্রবার বিকেলে মৌলভীবাজার চৌমুহনায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে মিছিল বের করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ করেন বাম জোটের নেতারা।

সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি এড. মকবুল হোসেনের সভাপতিত্বে ও জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতাত্ত্বিক দল-বাসদের মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্টট পার্টি (সিপিবি) জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর জয়েস এবং সমাবেশ পরিচালনা করেন।

সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত বলেন, আমরা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার রাজনগরে সমাবেশ করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের হ্যান্ডমাইক ও ব্যানার কেড়ে নেয়। এ সময় তারা আমাকে কিল-ঘুষি মারে। তাদের শাস্তির দাবিতে আমরা আজ (শুক্রবার) বিকেলে চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ করতে যাই। কিন্তু সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের করলে আমাদের বাধা দেয়।

এদিকে মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনূর রশিদ চৌধুরী বলেন, রাস্তায় গাড়ি ছিল। ধ্বংসাত্মক কাজ যাতে না হয় এবং আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ বলতে পারে। পুলিশের বাধা দেওয়ার বিষয়টি আসছে কেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১০

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১১

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১২

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৩

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৪

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৫

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৬

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৭

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৮

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৯

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

২০
X