ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম

ফুলবাড়ী পেঁয়াজের খুচরা বাজার। ছবি : কালবেলা
ফুলবাড়ী পেঁয়াজের খুচরা বাজার। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে তিন দিনের ব্যবধানে উপজেলার হাটবাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা। প্রকারভেদে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ফুলবাড়ী পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে বাজারে যে পেঁয়াজ প্রকার ভেদে বিক্রি হয়েছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে, সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা কেজি দরে।

পৌর বাজারে পেঁয়াজ কিনতে আসা রিকশাচালক আফজাল হোসেন বলেন, কয়দিন আগেও ভালো মানের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে কিনেছি। এখন সেই পেঁয়াজ কিনতে হচ্ছে ৫০ টাকা কেজিতে। এভাবে দাম বাড়লে কেমন করে চলব।

আরেক ক্রেতা শহিদুল ইসলাম বলেন, রমজান মাসে পেঁয়াজের চাপ থাকলেও সে সময় দাম বাড়েনি। কিন্তু এখন কী এমন চাপ বাড়ল যে হঠাৎ করে কেজিতে ২৩ থেকে ২৫ টাকা বেড়ে গেল। প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে ব্যবসায়ীরা কারসাজি করতে ভয় পাবে।

পৌর বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, পাবনা, ফরিদপুর ও নাটোরে পেঁয়াজের উৎপাদনসহ মোকামে পেঁয়াজের আমদানি পর্যাপ্ত রয়েছে। কিন্তু এলাকার পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজের মজুত শুরু করায় হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফুলবাড়ী বাজারের পাইকারি ব্যবসায়ী মিহির প্রামাণিক ও সামসুল ইসলাম জানান, মোকামে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের সঙ্গে তারাও বিপাকে পড়েছেন। মোকামে বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত করায় বর্তমানে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে বলেই সামান্য কিছু লাভ ধরে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে। এজন্য পেঁয়াজের দাম বেড়েছে। তবে মোকামে পেঁয়াজের দাম নেমে আসলে স্থানীয় বাজারেও দাম কমে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে তালিকায় মুস্তাফিজের পেছনে অবস্থান সাকিব-তামিমের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য খাতে উদ্ভাবন ও জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

বিদেশি প্রতিষ্ঠানকে বই ছাপার সুযোগ দিলে এনসিটিবি বন্ধের হুঁশিয়ারি

কেউ মেঝেতে, কেউবা বেডে শুয়ে কাতরাচ্ছেন

চবিতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহতের সংখ্যা দেড় শতাধিক

নুরের শারীরিক অবস্থা ও ছাড়পত্র নিয়ে জানালেন ঢামেক পরিচালক

‘ঈশ্বরের প্রতিশোধ’ নিতে মন্দিরে চুরি করতেন এইচআইভি আক্রান্ত ব্যক্তি

সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে এবার কোম্পানীগঞ্জ থানার ওসি বদলি

দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পূর্নাঙ্গ সূচি

প্রধান সড়কে ব্যাটারি রিকশা চললে গাড়ির ট্যাক্স দেব না : চমক

১০

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধের দায়িত্ব নিলেন বিএনপি নেতা

১২

নুরের ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটে আঘাত, বললেন খোদ উপদেষ্টা

১৩

৯ তারিখে ব্যালট বিপ্লব হবে : সাদিক কায়েম

১৪

আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে : সাদিক কায়েম

১৫

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : সানাউল্লাহ

১৬

ভোরবেলার স্বপ্ন কি আসলেই সত্য হয়?

১৭

বাবা হারানোর সময় ‘পাঁচ তারকা জেলে’ ছিল সিরাজ, দাবি বোলিং কোচের

১৮

গাজার সামরিক প্রধানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করল হামাস যোদ্ধারা

১৯

একই পরিবারের পাঁচজনসহ ৯ জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান

২০
X