চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা বিএনপি ও তার অঙ্গসংগঠন কর্নেল হাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা বিএনপি ও তার অঙ্গসংগঠন কর্নেল হাট এলাকায় বিক্ষোভ মিছিল করে। ছবি : কালবেলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় পালটাপালটি বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিক্ষোভ মিছিল করেন। আর ছাত্রদল, আকবর শাহ থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠন কর্নেল হাট এলাকায় বিক্ষোভ মিছিল করে।

নগরীর জামালখান এলাকায় সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখা। সমাবেশ শেষে মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে জামালখান ঘুরে চেরাগী পাহাড়, জেএমসেন হল হয়ে নগরীর আন্দরকিল্লা গিয়ে শেষ হয়।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি ছাত্রদলকে উদ্দেশ করে বলেন, পুরোনো সংস্কৃতি চর্চা করতে চাইলে আমরা আবারও জুলাইতে ফিরে যাব। আমরা আবার রাজপথে ফিরে যাব। আমরা আপনাদের দলের বিরুদ্ধে নই, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন, নয়তো আওয়ামী লীগ যে জায়গায় গেছে, আপনাদেরও সেই জায়গায় যেতে হবে।

তিনি বলেন, ছাত্রদল জুলাই অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিল। দুর্ভাগ্যজনক! আজকে তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হচ্ছে। ছাত্রদলের গুটি কয়েক সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর হামলা করেছে। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে আমাদের সহযোদ্ধাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। নতুন বাংলাদেশে যারা আবার সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা আবারও রুখে দাঁড়াব।

সমাবেশ অন্যান্য বক্তারা বলেন, ছাত্রদল আমাদের বন্ধুপ্রতিম সংগঠন। আমরা আপনাদের প্রতিপক্ষ মনে করি না। আপনারা এর আগে কুয়েট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের ভাইদের ওপর হামলা করেছেন। গতকাল মোস্তফা হাকিম কলেজ ও আকবর শাহ থানায় আমাদের ভাইদের ওপর হামলা করেছেন। আপনারা সন্ত্রাসবাদের পক্ষে হয়ে, আওয়ামী লীগের হয়ে আমাদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন।

অন্যদিকে ছাত্রদলের দাবি, বৃহস্পতিবার সকালে আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এডহক কমিটির বৈঠককে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্যবিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে ছাত্রদলকর্মী রায়াতসহ কয়েকজনকে আহত করে। রাতে উভয়পক্ষের ছাত্র প্রতিনিধি বসে সমাধান করার পরও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে। এই মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

এ বিষয়ে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শরিফ উদ্দিন ফরহাদ কালবেলাকে বলেন, একটি মীমাংসিত বিষয়কে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজীম রনির প্রতিষ্ঠিত ডট গ্যাংয়ের সদস্যরা সমন্বয়ক নাম দিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আমরা এই বিক্ষোভ মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর সিটি গেইট এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষককে আসতে মানা করা নিয়ে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরা আকবর শাহ থানায় মামলা করতে গেলে সেখানেও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের দুই কর্মী গুরুতর আহত হন। এদিন সন্ধ্যা ছয়টা থেকে আকবর শাহ থানার ভেতরে ও বাইরে অবস্থান করে দুপক্ষ। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১১টার দিকে থানা প্রাঙ্গণ ছাড়ে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

১০

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১১

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

১২

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

১৩

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

১৪

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

১৫

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

১৬

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

১৭

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

১৮

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি

১৯

বিসিবির সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানালেন সাকিব

২০
X