কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাত দেখে অজ্ঞান, সেবায় সুস্থ করে বাড়ি লুট

ভুক্তভোগী সোবাহান হাওলাদারের বাড়ি। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী সোবাহান হাওলাদারের বাড়ি। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে বাড়িতে ডাকাত ঢুকলে অসুস্থ হয়ে পড়েন ওষুধ ব্যবসায়ী সোবাহান হাওলাদার (৬০)। এ সময় ডাকাতরা তাকে পানি পান করিয়ে সেবাযত্ন করে। পরে তারা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একই বাড়ির সোবাহান হাওলাদারের ভাতিজার ঘরের দরজা ভেঙে ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

সোবাহান হাওলাদার জানান, রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন তিনি। হঠাৎ দরজা ভাঙার শব্দে ঘুম ভেঙে যায়। ডাকাতরা ঘরে ঢুকে নিজেদের পরিচয় দিলে তিনি ভয়ে অসুস্থ হয়ে পড়েন। অবাক করা বিষয়, ডাকাতরা তাকে পানি পান করিয়ে সেবাযত্ন করে। এরপর তারা আলমারি ভেঙে ১ ভরি স্বর্ণের চেইন, ১০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, আমার ঘরে তিনজন ডাকাত ঢুকেছিল। তারা আমাদের কোনো ক্ষতি করেনি, বরং আমার অসুস্থতার সময় খেয়াল রেখেছে।

একই বাড়ির টিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম ডাকাতির শিকার হন। তিনি জানান, বৈরী আবহাওয়ার মধ্যে ডাকাতরা তার আধা পাকা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। সবার চোখ-মুখ কাপড় দিয়ে বেঁধে তারা ঘর তছনছ করে ১৮ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে।

ভুক্তভোগীদের দাবি, দুই ঘর থেকে মোট সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিস লুট হয়েছে। তারা জানান, চিৎকার না করায় ডাকাতরা তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। ডাকাত দল প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধরে ঘরের আসবাব তছনছ করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

‘উৎসবমুখর নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি’

ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১০

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

১১

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েরকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

১২

২ ভাইকে কুপিয়ে হত্যা

১৩

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

১৪

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

১৫

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

১৬

পাগলা মসজিদে এবার পাওয়া গেল ১১ কোটি ৭৮ লাখ টাকা

১৭

বিশ্বসেরা কোচের মঞ্চে পর্তুগালের কোচের পিছনে স্কালোনি

১৮

এনসিপির ৩ শীর্ষ নেত্রীর পোস্ট, জানালেন নতুন তথ্য

১৯

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

২০
X