নাটোরে এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে খোরশেদ আলম (৫৫) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে নাটোর সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে এবং তিনি পেশায় একজন রিকশাচালক বলে জানা গেছে।
অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন নিহত খোরশেদ আলম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সালমান সন্ধ্যায় খোরশেদ আলমকে কুপিয়ে জখম করে তার বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরে খোরশেদ আলমের আত্মীয়-স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, নিহত খোরশেদ আলম একজন গাঁজা ব্যবসায়ী। অভিযুক্ত সালমান মাদকাসক্ত।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যেই পুলিশ অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন