খুলনা ব্যুরো
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীর অর্থ আত্মসাৎ, ব্যাংকের নারী কর্মকর্তা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ব্যাংক কর্মকর্তা আফসানা শাহিন মুন্নী
গ্রেপ্তারকৃত ব্যাংক কর্মকর্তা আফসানা শাহিন মুন্নী

খুলনায় প্রবাসীর অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাতের ঘটনায় আফসানা শাহিন মুন্নী (৩৬) নামে এক নারী ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে ঢাকার মুগদা থেকে খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যাংক কর্মকর্তা আফসানা শাহিন মুন্নী সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনা মহানগরীর ইস্পাহানি আবাসিক এলাকার বাসিন্দা।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার মোহাম্মদ সানোয়ার হোসাইন মাসুম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে খুলনা থানার একটি টিম ঢাকা থেকে ব্যাংক জালিয়াতি মামলার আসামি মুন্নিকে গ্রেপ্তার করেছে। প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

মালয়েশিয়া প্রবাসী আল হাদিস বাট্রির অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় গত ১৮ এপ্রিল তার স্ত্রী আফসানা ইয়াসমিন তৃষ্ণা বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত আফসানা শাহীন মুন্নিসহ ৮-৯ জনকে আসামি করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী আফসানা ইয়াসমিন তৃষ্ণার স্বামী ২০২৩ সালের ১৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে খুলনা মহানগরীর আপার যশোর রোডস্থ সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় নিজ নামে একটি অ্যাকাউন্ট খোলেন। পরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময় মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা করা হয়। চলতি বছরের ১৮ মার্চ আল হাদিস বাট্রি দেশে ফিরে অর্থ উত্তোলনের জন্য ব্যাংকে গেলে তার অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এসময় তাৎক্ষণিক তিনি ব্যাংক স্টেটমেন্ট বের করে দেখতে পান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএস -এর মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে আসামিদের একজনের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে ৭ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আরটিজিএস -এর মাধ্যমে অর্থ ট্রান্সফার করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের দাতা বা হিসাবধারীর উপস্থিত থাকতে হয়। কিন্তু তার স্বামী ওই সময় বিদেশে অবস্থান করছিলেন। এ সুযোগে আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া লোক সাজিয়ে এবং কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। এ বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো সমাধান দেননি।

মামলার বাদী আফসানা ইয়াসমিন তৃষ্ণা অভিযোগ করেন, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় তাদের দুটি অ্যাকাউন্ট রয়েছে। দুটি অ্যাকাউন্টই গ্রেপ্তারকৃত আফসানা শাহীন মুন্নির মাধ্যমে খোলা। ফলে তিনি তাদের সব তথ্য জানতেন। এ সুযোগেই ব্যাংকের একটি চক্রের মাধ্যমেই তিনি অর্থ আত্মসাৎ করেছেন।

অভিযোগে জানা গেছে, এর আগেও ব্যাংক কর্মকর্তা আফসানা শাহীন মুন্নি জালিয়াতির মাধ্যমে একাধিক গ্রাহকের টাকা আত্মসাৎ করেন। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তিনি গ্রাহকের অর্থ ফেরত দিতে বাধ্য হন। এসব কারণে কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

এ বিষয়ে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার ম্যানেজার হাফিজ আহমেদ কালবেলাকে জানান, তিনি নতুন যোগদান করায় বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

১০

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

১১

শ্রমিক সমাবেশে শেকৃবি ছাত্রদলের অংশগ্রহণ

১২

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

১৩

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

১৪

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

১৫

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

১৬

শ্রমিক সমাবেশে নিজানের পক্ষে গণজোয়ার

১৭

দুই সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন

১৮

ইউরোপা লিগ জিতলেও রক্ষা নেই ইউনাইটেডের

১৯

এপ্রিলে রিউমর স্ক্যানারের অনুসন্ধান / সবচেয়ে বেশি অপতথ্য প্রচারের শিকার যে রাজনৈতিক দল

২০
X