জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ওসিকে হুমকি দেওয়া পিপির অপসারণ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি

ওসিকে হুমকি দেওয়া পিপির অপসারণ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি

জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন সহকারী প্রসিকিউটারসহ ৪০ আইনজীবী। তারা সবাই জামালপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।

রোববার (৪ মে) দুপুরে এ আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

লিখিত আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর পিপি পদে যোগদান করার পর থেকে মো. আনিসুজ্জামান বিভিন্ন প্রকার দুর্নীতি করে আসছেন। তিনি স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগ দলীয় আসামিদের জামিন করিয়ে দেওয়ার জন্য চুক্তি নেন এবং তার জুনিয়র ও বন্ধু আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করান। তিনি কোর্টে শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবীকে জামিনের বিভিন্ন বিষয় উপস্থাপন করার জন্য কানে কানে পরামর্শ দেন, যা উপস্থিত আইনজীবীগণ প্রত্যক্ষ করেন এবং বিজ্ঞ আদালত তাকে রাষ্ট্রপক্ষ হিসেবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বললে তিনি নমনীয়তা প্রকাশ করেন।

পিপি মো. আনিসুজ্জামান বিভিন্ন থানায় মামলা নেয়ার জন্য এবং মামলা না নেয়ার জন্য সুপারিশ করেন যা তার পদের সাথে সম্পূর্ণ বেমানান।

গত ১ মে তিনি ১টি মামলা রেকর্ড করার জন্য বকশীগঞ্জ থানার ওসির সাথে আপত্তিকর ভাষায় কথাবার্তা বলেন। এক পর্যায়ে ওসি তাকে যে ভাষায় সম্বোধন করেন তাতে সব আইনজীবীর সম্মান ক্ষুণ্ন হয়েছে।

লিখিত আবেদনে আরও বলা হয়, পিপি মো. আনিসুজ্জামানের আচার-আচরণ, কথাবার্তা আপত্তিকর। তিনি প্রায়ই সিনিয়র আইনজীবীদের সম্পর্কে বিরূপ ও অসৌজন্যমূলক মন্তব্য করেন এবং প্রায়ই সহকারী আইন কর্মকর্তাগণকে (এপিপি) তুচ্ছ তাচ্ছিল করেন। এ অবস্থায় মো. আনিসুজ্জামান পিপি পদে দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়েছেন।

এসব ঘটনায় অ্যাড. আনিসুজ্জামানকে পিপির পদ থেকে অপসারণের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ জানানো হয় আবেদনে।

এ বিষয়ে জানতে চাইলে আবেদনে স্বাক্ষরকারী জিপি এসএম তৌফিকুল ইসলাম কালবেলাকে বলেন, এটা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্ত। এসময় তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. গোলাম নবী বা সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে বলেন।

অভিযুক্ত পিপি অ্যাড. আনিসুজ্জামান জানান, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। ৬১ জন কর্মকর্তার মধ্যে ৪০ জন স্বাক্ষর করেছে। তারা ওসির কথাকে অসম্মানজনক বলেছেন আবেদনে কিন্তু তারা ওসির শাস্তি না চেয়ে আমার অপসারণ কেন চাইল তা আমার কাছে পরিষ্কার নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১০

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১১

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১২

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৩

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৪

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

১৫

সিলেটে পাথর লুটে ১৩৭ নাম

১৬

মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

১৭

ইতালিতে বাড়ছে অনিয়মিত অভিবাসী, শীর্ষে যে দেশ

১৮

ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না : খোকন

১৯

ভারতে পালিয়ে থাকা আ.লীগ নেতাদের নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ

২০
X