দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট রেজাউল করিম রনি। সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে তার নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট রনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন তিনি চট্টগ্রাম আইনজীবী সমিতির সক্রিয় সদস্য হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।
রনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মন্দাকিনী গ্রামের বাসিন্দা। তার বাবা মো. জাহাঙ্গীর আলম ও মা ইয়াসমিন আক্তার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী অ্যাডভোকেট মারুফা সুলতানাও একজন আইনজীবী হিসেবে চট্টগ্রামে প্র্যাকটিস করছেন। তাদের দুই পুত্রসন্তান রয়েছে।
মন্তব্য করুন