বরগুনার তালতলী উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নের পাজরাভাঙা এলাকায় এক অসহায় কৃষাণীর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে কৃষক দলের নেতাকর্মীরা।
জানা গেছে, ঢাকায় কর্মরত স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূ আসমা বেগম নিজেই জমির ধান ঘরে তুলতে গিয়ে শ্রমিক ও ধান কাটা যন্ত্রের অভাবে বিপাকে পড়েন।
বিষয়টি জানতে পেরে রোববার (৪ মে) সকাল ১০টার দিকে তালতলী উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা তার জমিতে গিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে সেই ধান ঘরে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান ও সাধারণ সম্পাদক আবু জাফর বড়বগী ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলা কৃষক দলের সভাপতি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় কৃষকের পাশে থাকি। আজকের এই মানবিক সহযোগিতাও সেই নির্দেশনারই এক অংশ। আমাদের এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।
গৃহবধূ আসমা বেগম বলেন, আপনাদের সহায়তায় আমি ধান তুলতে পেরেছি। আল্লাহ আপনাদের ভালো করুন।
স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
মন্তব্য করুন