আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ১৬ মে ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কায় বিজিবির কঠোর অবস্থান

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে পুশইনের শঙ্কায় বিজিবির টহল জোরদার। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে পুশইনের শঙ্কায় বিজিবির টহল জোরদার। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকায় পুশইনের শঙ্কায় কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা সীমান্তে টহল জোরদার করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা হচ্ছে এমন খবরে এলাকায় স্থানীয় মসজিদে রাতে মাইকিং করা হয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে বিজয়নগর উপজেলার সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নিরবচ্ছিন্নভাবে টহল দেওয়া হচ্ছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই বাসিন্দাদের সীমান্তের দেড়শ গজের মধ্যে চলাফেরা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে সরেজমিন উপজেলার নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, বিজিবির সদস্যরা সীমান্তে টহল দিচ্ছেন। অবৈধভাবে যেন কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন সীমান্তে।

এ ছাড়া বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারত সীমান্তঘেঁষা গ্রামগুলোতে ঘুরে স্থানীয়দের সচেতন করছেন বিজিবি সদস্যরা।

জানা গেছে, আগরতলা বিমানবন্দরের পাশে গেটের কাছে প্রায় ১৫০ ভারতীয় নাগরিককে জড়ো করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তিনগুণ বেশি সতর্কতা নিয়ে সীমান্তে সারারাত টহল জোরদার করা হয়।

স্থানীয় আনিস মিয়া, ফজলুল হকসহ একাধিক স্থানীয়রা জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১১টার দিকে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাস্থলের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখবে দুদক

তারেক রহমানের প্ল্যানে শরীয়তপুরের উন্নয়ন অন্তর্ভুক্ত : নুরুদ্দিন আহাম্মেদ অপু

রাতে মাথায় তেল মেখে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর, জানুন

ম্যানইউ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কোচ হিসেবে চাকরি হারালেন আমোরিম

মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির প্রার্থী মিন্টু

বিয়ের প্রলোভনে ধর্ষণ-ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা, ঢাবিছাত্রকে খুঁজছে পুলিশ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

বিএফআইইউ-ব্র্যাক ব্যাংক বোর্ডের মতবিনিময়

খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

১০

পরীক্ষায় নকল করে যে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৩ শিক্ষার্থী 

১১

রূপগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১২

প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

১৩

নিউইয়র্কের কোর্টে তোলা হলো মাদুরোকে

১৪

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৫

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

১৬

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

১৭

দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২

১৮

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

১৯

১০৬টি পার্ক ও খেলার মাঠ রক্ষায় ডিএনসিসির কমিটি গঠন

২০
X