শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জমির বিরোধে রক্তাক্ত ৩ বছরের শিশু জোবাইদা

আহত শিশু জোবায়দাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহত শিশু জোবায়দাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের বর্বর হামলার শিকার হয়েছে তিন বছরের শিশু কন্যা জোবাইদা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে সে।

রোববার (১৮ মে) বিকাল সাড়ে ৩টার দিকে শিবালয় মডেল ইউনিয়নের ঝড়িয়ারবাগ এলাচিপুর গ্রামে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, জোবাইদার নানা আবুল হায়াত তার দুই মেয়ের নামে ২১ শতাংশ জমি লিখে দেন। এর মধ্যে ১৪ শতাংশ জমি দখলে রেখে দেন তার ভাতিজা নজরুল। নজরুল আহত শিশু জোবাইদার চাচাতো মামা। ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ জমির মাপ ও সালিশ চলাকালে অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় নজরুল ইসলামের নেতৃত্বে সজিব, নাসির, বশিরসহ কয়েকজন।

প্রথমে আবুল হায়াতের মেয়ের জামাই রাব্বীর ওপর হামলা চালায় তারা। পরে তার বাবা আছলামের ওপর হামলা করে। একপর্যায়ে নজরুল ও তার লোকজন তিন বছরের শিশু জোবাইদার নানার ঘরে ঢুকে তাকে পিটিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় জোবাইদা বাড়ির বারান্দায় পড়ে থাকে। স্থানীয় এক নেতার সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জোবাইদার বাবা রাব্বী হামলাকারী নজরুল ইসলামসহ ৯ জনকে আসামি করে শিবালয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

জোবাইদার মা বলেন, জমির জন্য আমাদের সঙ্গে বিরোধ, কিন্তু আমার নিষ্পাপ মেয়েটার সঙ্গে ওদের কী শত্রুতা? তারা গেট ভেঙে ঢুকে আমার মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আমি এর ন্যায়বিচার চাই।

জোবাইদার নানি মরিয়ম বেগম বলেন, চেয়ারম্যান, মেম্বারদের উপস্থিতিতে জমির মাপ চলছিল। হঠাৎ নজরুল ও তার দলবল অতর্কিতে হামলা চালায়। আমার জামাই, মেয়ে ও বেয়াই আহত হন। আমার তিন বছরের নাতনিকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।

জোবাইদার দাদা আছলাম বলেন, আমরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই নজরুল লোকজন নিয়ে হামলা চালায়। আমার ছেলেও আহত হয়। তারা আমার নাতনিকে হত্যার চেষ্টা করে, তবে স্থানীয় একজনের সহায়তায় বউ ও নাতনি প্রাণে রক্ষা পায়।

শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল বলেন, জমিসংক্রান্ত সালিশি সভা চলছিল। আমি থানায় কমিউনিটি পুলিশিং ডের কারণে উপস্থিত ছিলাম। পরে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন আছে।

নজরুলসহ তার লোকজন পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিবালয় থানার ওসি মো. কালাম হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর  

সিলেটে কৃষক হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ট্রেনে ঝুলানো সেই মতিউরের রক্তমাখা প্যান্ট হাতে কাঁদছে মেয়ে

ট্রাম্পের নতুন আইন, বিপাকে লাখ লাখ ভারতীয়

রাজধানীর সেন্ট্রাল রোডে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

৫ বছর পর গৃহকর্মী মাকে যেভাবে ফিরে পেলেন ছেলে

১৭ পুলিশ কর্মকর্তার বদলি

মেট্রো স্টেশনে সাইকেল পার্কিং ব্যবস্থার পরিকল্পনা ডিএনসিসির

১০

চুয়াডাঙ্গায় ৫০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড

১১

সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল

১২

তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করতে হবে : লায়ন ফারুক

১৩

টানা ৫ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৪

‘ডামি নির্বাচন’ : টাঙ্গাইলে শেখ হাসিনাসহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা

১৫

জামায়াতের নারী নেত্রীদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম

১৭

কোরবানির মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দেবে ডিএনসিসি

১৮

ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

১৯

অপারেশন সিঁদুর নিয়ে ক্ষুব্ধ রাহুল, চাইলেন হিসাব

২০
X