নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:৪৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্তর্বর্তী সরকার নির্বাচনকে উপেক্ষা করছে, তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে’

নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচি বিভিন্ন অংশ হিসেবে নওগাঁ জেলা যুবদলের আয়োজিত পর্যবেক্ষণ সভায় বক্তব্য রাখেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচি বিভিন্ন অংশ হিসেবে নওগাঁ জেলা যুবদলের আয়োজিত পর্যবেক্ষণ সভায় বক্তব্য রাখেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনকে উপেক্ষা করছে। নির্বাচন না করে তারা ক্ষমতায় থাকতে চায়। মনে হচ্ছে বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা তারা পেয়ে গেছে। নির্বাচন দিতে কেন তাদের এত সমস্যা।’

বুধবার (২১ মে) সন্ধ্যা রাত ৮টার দিকে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে কেন্দ্রীয় কর্মসূচি বিভিন্ন অংশ হিসেবে নওগাঁ জেলা যুবদলের আয়োজিত পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী শুক্রবার ও শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনায়েম মুন্না।

তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের বৃহত্তম এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বিএনপির ওপরে মানুষ আস্থা রেখেছে। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান মানুষকে যে রাজপথের স্বপ্ন দেখিয়ে বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমরা এখনও রাজপথেই আছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।’

যুবলের সভাপতি বলেন, ‘ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার। এ অধিকারের প্রয়োগ তো নির্বাচনের মাধ্যমেই করবে। আমার মনে হয় নির্বাচনের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে। সুতরাং আমরা তরুণদেরকে সম্পৃক্ত করে তারুণ্যের উপর যে বাংলাদেশকে নির্মাণ করার কর্মসূচি ঘোষণা দিয়েছি আমরা তা বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ তারুণ্যের জাগরণের মাধ্যমে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’

মোনায়েম মুন্না আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডরের নামে রোহিঙ্গাদের চলাচলের জন্য যে করিডর দিচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। এটাতো তারা এভাবে দিতে পারেন না। এরইমধ্যে আপনারা দেখেছেন, এ প্রথম বাংলাদেশ একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। ওনাকে নিয়োগ দেওয়ার আগে কোনো রাজনৈতিক দলের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা হয়নি।’

তিনি বলেন, ‘বিভিন্ন বিষয়ে তারা দেশকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করছে। তাদের আচার-আচরণে তারা রাষ্ট্র এবং জনগণকে কোনো তোয়াক্কা করছে না। এ সরকারের কথা এবং কাজের সঙ্গে কোনো মিল নেই।’

সভায় অন্যদের মধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক মাহমুদুল সালেহীন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ন আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নওগাঁ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

গাজায় খাবার ঢুকছে না, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ফিলিস্তিনিরা

সাতসকালে ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না 

মনিরামপুরে ভূমি অফিসে দুদকের অভিযান

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৫

এবার ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়ল ৫ দেশ

গাজায় মৃত্যুর মিছিল / শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নেতানিয়াহু

কেমন কাটতে পারে আজকের দিন, জেনে নিন রাশিফলে

১০

২২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১২

২২ মে : আজকের নামাজের সময়সূচি

১৩

ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

১৪

টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা

১৫

বিতর্কের মুখে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মারজুকের পদ স্থগিত

১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা / ৮০% নম্বর ও ৬০% উপস্থিতি না থাকলে চূড়ান্ত পরীক্ষা নয়।

১৭

ডিআরইউতে সন্ত্রাসী জাকির গংদের হামলা, আহত একাধিক সাংবাদিক

১৮

স্বাস্থ্য পরামর্শ / স্থূলতা নিয়ে উদ্বেগ নয়, প্রয়োজন প্রতিরোধ

১৯

ইউরোপা লিগ ফাইনালে ম্যানইউকে হারিয়ে টটেনহ্যামের ইতিহাস

২০
X