পার্বত্য অঞ্চলের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার (২৭ মে) পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মুখপাত্র উপ-পরিচালক মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের অংশ হিসেবে মহাপরিচালক খাগড়াছড়ির চেঙ্গী আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং চলমান ভিডিপি মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সেখানে তিনি বাহিনীর চলমান সংস্কার, আধুনিকায়ন ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেন। এর আগে তিনি বান্দরবানের জামতলী আনসার ব্যাটালিয়নে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় মহাপরিচালক বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে বাহিনীর নিরবচ্ছিন্ন ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
মতবিনিময়কালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত আনসার সদস্যদের সমতলে রেখে আসা পরিবারের সদস্যদের সম্প্রতি প্রবর্তিত স্বাস্থ্যসেবা বিষয়ক সুবিধাদি সম্পর্কে খোঁজখবর নেন। মহাপরিচালক বাহিনীর সদস্যদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।
এই সফর ও কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, ব্যাটালিয়ন অধিনায়করা, সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
মন্তব্য করুন