রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে পুকুর খননের অভিযোগ। ছবি : কালবেলা
রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে পুকুর খননের অভিযোগ। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছি হিন্দুপাড়ায় অবৈধভাবে এই পুকুর খননে বাধা দিতে গেলে বেশ কয়েকজন কৃষক হামলার শিকার হয়েছেন।

পরে গ্রামের লোকজন জোটবেঁধে ধাওয়া দিলে পুকুর খননকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় কৃষকরা একটি মাটি কাটা যন্ত্র (এস্কেভেটর বা ভেকু) ভাঙচুর করে এবং সেখান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পুকুর খননকারী ওই বিএনপি নেতার নাম আবুল কামাল। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। আবুল কালাম দুর্গাপুরের নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই যেন পুকুর খনন করতে না পারে সেটি নজরদারি করা হচ্ছে। এর কয়েকদিন আগে সেখানে অভিযান চালিয়ে মাটি কাটা মেশিন ভেঙে দেওয়া হয়েছে। তারপরও তারা গভীর রাতে খনন কাজ করতে গিয়েছিল। কোনোভাবে সেখানে পুকুর খনন করতে দেওয়া হবে না।

নাম প্রকাশ না করার শর্তে এক জমির মালিক জানান, স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মী অস্ত্রের ভয় দেখিয়ে কয়েকজন হিন্দু পরিবারের কাছ থেকে জমি লিখে নেয়। বাকিরা দেয়নি। তারা কৌশলে জমিগুলো শিলমাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিব ডাক্তারের নামে ডিট করে নেয়। পরে তার কাছ থেকে ১০ বছরের জন্য জমিগুলো লিজ হিসেবে ডিট করে নেয় বিএনপি নেতা আবুল কালাম। অস্ত্রের মুখে ৫/৭ বিঘা জমি লিজ হিসেবে ডিট করে নিয়ে প্রায় ২০ বিঘা জমি দখল করে পুকুর খননের কাজ শুরু করে। স্থানীয় বিএনপি কর্মী আসাদুল ইসলাম স্থানীয়ভাবে পুকুর খননের কাজ তদরকির দায়িত্ব পায়।

শিলমাড়িয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবু আসাদ বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আবুল কালাম বাহিনী ভেকু নিয়ে গিয়ে পুকুর খনন শুরু করে। এ সময় স্থানীয় কৃষকরা গিয়ে বাধা দেয়। এরপর কালাম বাহিনী অস্ত্র নিয়ে কৃষকদের ধাওয়া দেয়। খবর পেয়ে কৃষকদলের নেতাকর্মীরা কৃষকদের সঙ্গে যোগ দিয়ে পুকুর খননকারীদের ধাওয়া দেয়। এ সময় তারা পালিয়ে যায়। সেখান থেকে তাদের ফেলে যাওয়া কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম বলেন, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে জমিগুলো সনজিব ডাক্তার ও তার ভাই পুকুর খননের জন্য লিজ নিয়েছিল। কিন্তু পট পরিবর্তনের কারণে তারা পুকুর খনন করতে পারেনি। সম্প্রতি সনিজব আমাকে জমিগুলো ১০ বছরের জন্য লিজ দেয়। এরপরও আমি জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করি। জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রশাসনের অনুমতি নিয়ে পুকুর খনন কাজ শুরু করি।

হামলার বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, কৃষকদল নেতা আবু আসাদ মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় তারা আমার লোকজনের ওপর হামলা করে। এ সময় তারা আমার ভেকু ভাঙচুর করে এবং এর চালককে মেরে জখম করে।

তবে আসাদুল ইসলাম বলেন, ওই পুকুরের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে পুকুর খনন কাজের জন্য জনবল সরবরাহ করেছি। এর চেয়ে বেশি কিছু না। দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনায় কৃষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। যাদের মধ্যে শাওন, রবিউল, মোস্তাফিজুর ও ভেকু চালক রকিবকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নুর হোসেন নির্ঝর বলেন, পুঠিয়া উপজেলায় কোনো পুকুর খননের অনুমতি দেওয়া হয়নি। এসব অবৈধ পুকুর খননের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১০

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১১

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১২

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৩

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৪

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৫

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৬

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৮

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১৯

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

২০
X