কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির উদ্যোগে কোরবানির হাটে ‘ফ্রিজ উৎসব’

কেরানীগঞ্জে কোরবানির হাটের ইজারাদার ও আয়োজক প্রতিনিধি রাব্বি আহমেদ বকুল বিজয়ীর হাতে ডিপ ফ্রিজ তুলে দেন। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে কোরবানির হাটের ইজারাদার ও আয়োজক প্রতিনিধি রাব্বি আহমেদ বকুল বিজয়ীর হাতে ডিপ ফ্রিজ তুলে দেন। ছবি : কালবেলা

কেরানীগঞ্জে কোরবানির হাটে এবার দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য—গরু কেনা ক্রেতার হাতে উঠছে ডিপ ফ্রিজ! ঈদুল আজহাকে ঘিরে কেরানীগঞ্জের সাবেক মিলেনিয়াম সিটি সংলগ্ন নবাবী হাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে। শুরু হয়েছে একপ্রকার ‘ফ্রিজ উৎসব’।

রোববার (০১ জুন) হাটের প্রথম দিন গরু কিনে হাসিল রসিদের একটি কপি র‍্যাফেল বক্সে জমা দেন অনেক ক্রেতা। মধ্যরাতে অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। এতে সৌভাগ্যবান বিজয়ী হিসেবে নির্বাচিত হন কেরানীগঞ্জের আরশিনগর এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম। পুরস্কারস্বরূপ তার হাতে তুলে দেওয়া হয় একটি ব্র্যান্ড নিউ ডিপ ফ্রিজ।

হাটের ইজারাদার ও আয়োজক প্রতিনিধি রাব্বি আহমেদ বকুল বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এই আনন্দঘন মুহূর্তে মো. শফিকুল ইসলাম বলেন, ‘গরু কিনে ফ্রিজ পাব, ভাবিনি। এটা আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা। কেরানীগঞ্জে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরান হোসেন কালবেলাকে বলেন, আমরা এই হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ঈদকে ঘিরে বাড়তি আনন্দ দিতে চেয়েছি। তাই ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত প্রতিদিন একটি করে ডিপ ফ্রিজ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ ছিল তার সফল সূচনা।

হাটজুড়ে দেখা গেছে বাড়তি ভিড় ও উৎসাহ। শুধু গরু নয়, অনেকেই পরিবার নিয়ে এসেছেন হাটের ব্যতিক্রমী আয়োজন দেখতে। বিক্রেতারাও জানিয়েছেন, এমন পুরস্কারভিত্তিক উদ্যোগে হাটে কেনাবেচার গতি বেড়েছে।

হাটের ইজারাদারদের পক্ষ থেকে আরও জানানো হয়, হাটে রয়েছে চিকিৎসাসেবাকেন্দ্র, বিশুদ্ধ পানি সরবরাহ, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা, ক্রেতা বিক্রেতাদের বসার স্থান এবং সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক দল, যারা হাট ব্যবস্থাপনা ও ক্রেতা-বিক্রেতার সহায়তায় কাজ করছেন।

রাজনৈতিকভাবে বিএনপির এলাকা হিসেবে পরিচিত কেরানীগঞ্জে এনসিপির এই ব্যতিক্রমী হাট আয়োজন রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে এটিকে শুধু কোরবানির হাট নয়, বরং একটি নতুন ধরনের জনসম্পৃক্ততার মডেল হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস বরখাস্ত

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

১০

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

১১

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

১২

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

১৩

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১৪

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১৫

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১৬

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৭

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৮

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৯

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

২০
X