সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৩:১০ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘সকাল থেকে যানজটে আছি, কখন মুক্তি পাব বুঝতেছি না’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় দীর্ঘ যানজট দেখা গেছে। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় দীর্ঘ যানজট দেখা গেছে। ছবি : কালবেলা

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো হাজার হাজার দূরপাল্লার বাসযাত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় প্রায় ২০ কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও দূরপাল্লার যাত্রীরা জানায়, পুলিশের তদারকি পর্যাপ্ত না থাকাতে মহাসড়কের যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিন। যদিও ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিংয়ে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাইফলাইন হিসেবে খ্যাত। নির্বিঘ্নে যেন মানুষ ঘরে ফিরতে পারে এইজন্য মহাসড়কে যেন কোনো যানজট সৃষ্টি না হয় সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখতে হবে।

এছাড়াও বলা হয়, উপজেলা প্রশাসনের নির্ধারিত স্থান ছাড়া কোথাও যদি গরু জড়ো করে বিক্রি করা হয় তাহলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বাস্তবে তা ভিন্ন। উপজেলার মহাসড়কের পাশে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে গরু। যার কারণে মহাসড়কের যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও আজকে সিটি গেটের পর থেকে ভাটিয়ারী পর্যন্ত বেশ কয়েকটি বাজারে মিলছে গরু।

চট্টগ্রামমুখী লেনের বাসচালক আব্দুল জব্বার বলেন, ‘হাইওয়ে ও পুলিশের যথাযথ নজর না থাকার কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। সকাল থেকে ২-৩ ঘণ্টা ধরে যানজটে আটকা আছে বলে জানান এই বাসচালক।’

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী বাসের যাত্রী জাওয়াত হোসেন বলেন, ‘সকাল থেকে যানজটের মধ্যে আটকা আছি। কতক্ষণে এই যানজট থেকে মুক্তি পাব বুঝতে পারছি না।’

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মুমিন বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা ৪টা মহাসড়কের ভাটিয়ারী এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। ঢাকা মুখে লেনের একটি লং বিহেল ট্রাকে পিছন থেকে দুটি গাড়ি একের পর এক ধাক্কা দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ঢাকা মুখে লেনে বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেখার দিয়ে গাড়িগুলি উদ্ধার সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

তবে মহাসড়কে সকাল থেকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভাটিয়ারি পোর্টলিংক, শীতলপুর বিএম কন্টেইনার ডিপো, কুমিরায় কেডিএস ডিপোসহ বেশ কয়েকটি কন্টেইনার ডিপোতে এলাকায় দীর্ঘ যানজট লেগে আছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ সবাইকে এই বিষয়ে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা মিটিংয়ে। যাতে কোনো যানজট সৃষ্টি না হয়। যানজটের বিষয়টি দেখছি আমি। এছাড়াও নির্দিষ্ট গরু হাট ছাড়া মহাসড়কের আশেপাশে গরু বিক্রি করা তথ্য পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১০

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

১১

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১২

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১৩

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১৪

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৫

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৬

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৭

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৮

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৯

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

২০
X