শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
জাহাজভাঙা ইয়ার্ডে নিরাপত্তা ঝুঁকি

ছয় মাসে ৩২ দুর্ঘটনা, প্রাণ গেছে ৩ জনের

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) কর্মকর্তারা। ছবি : কালবেলা
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) কর্মকর্তারা। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙাশিল্পে দুর্ঘটনা যেন নিত্যসঙ্গীতে হিসেবে রূপ নিয়েছে। চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বরে ছয় মাসে অন্তত ৩২টি দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন। বেশির ভাগ দুর্ঘটনাই ঘটেছে ভারী লোহার আঘাত, বিস্ফোরণ কিংবা অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার কারণে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজে (বিলস) প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চিত্র।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলায় বেসরকারি সংস্থা ইপসার কার্যালয়ে স্থানীয় অংশীজনদের সামনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ ছয় মাসে সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানাগুলোয় ৩২টি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। এতে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৮ জন এবং ২১ জন তুলনামূলক কম।

বিলসের তথ্যমতে, আহত শ্রমিকদের মধ্যে অন্তত ১১ জনের হাত বা আঙুল কেটে ফেলতে হয়েছে বা থ্যাঁতলে গেছে। ১৩ জনের পা বাঁ- পায়ের হাড় ভেঙেছে অথবা দগ্ধ হয়েছেন। মাথায় আঘাত পেয়েছেন ১০ জন শ্রমিক এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন আরও চারজন।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, ৩২টি দুর্ঘটনার মধ্যে ভারী লোহার আঘাতে ঘটেছে ১৩টি। বিস্ফোরণ বা আগুনে দগ্ধ হওয়ার ঘটনা ১০টি। ভারী যন্ত্রপাতির আঘাতে ছয়টি এবং জাহাজের উঁচু অংশ থেকে পড়ে যাওয়ার ঘটনা ৩টি।

সময়ভেদে দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার প্রায় ৭৫ শতাংশ ঘটেছে দিনের বেলায়। বাকি ২৫ শতাংশ ঘটেছে রাতে। তবে নিহত তিন শ্রমিকের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে রাতের শিফটে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দিনে কাজের চাপ বেশি থাকায় দুর্ঘটনার সংখ্যাও বেশি হয়। আর রাতে তদারকি দুর্বল থাকায় এবং জরুরি চিকিৎসা সুবিধা সীমিত থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। সঞ্চালনা করেন বিলস-ডিটিডিএ প্রকল্পের সেন্টার কো-অর্ডিনেটর ফজলুল কবির মিন্টু।

অনুষ্ঠানে বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, ফোরামের যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, বিএমএফএর যুগ্ম সম্পাদক মো. আলী, বিএমএসএফের যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস এবং জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীর সভাপতি মানিক মণ্ডল।

এ ছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তজাম্মল হোসেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা লুতফুন্নেছা বেগম, সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী প্রমুখ তাদের মতামত তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে নিরাপত্তার স্বার্থে ওসমান হাদির পরিবারকে কথা না বলার নির্দেশ

ওসমান হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

ওসমান হাদির মরদেহ দেশে ফিরবে যখন

ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের প্রতিক্রিয়া

হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গভীর শোক

হাদির মৃত্যুতে যে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির মৃত্যুতে ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল

ভোট নিয়ে টকশোতে পাল্টাপাল্টি ধাওয়া, চেয়ার ভাঙচুর

১০

‘হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে’

১১

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের আনন্দ র‍্যালি

১২

ওসমান হাদির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

মান্নার ঋণ পুনঃতপশিলে অসহযোগিতা / বগুড়ার ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে স্ট্যান্ড রিলিজ

১৪

শাহবাগ মোড় অবরোধ

১৫

ওসমান হাদির মৃত্যুর পর যা বললেন হাসনাত আব্দুল্লাহ 

১৬

জাহাজভাঙা ইয়ার্ডে নিরাপত্তা ঝুঁকি / ছয় মাসে ৩২ দুর্ঘটনা, প্রাণ গেছে ৩ জনের

১৭

সাংবাদিককে গুলি করে হত্যা

১৮

রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৯

আসিফ মাহমুদ / ‘শহীদী আত্মদান মুক্তির সংগ্রামে এক অনন্ত প্রেরণার নাম হয়ে থাকবে’

২০
X