রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে ময়মনসিংহের গফরগাঁও থেকে ট্রেনে চড়ে ঢাকা পৌঁছেছেন নেতাকর্মীরা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) ছাত্রলীগের নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্বাগত জানান ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এর আগে সকালে সমাবেশে যোগ দেওয়ার জন্য সকাল থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন।
স্টেশনগুলোতে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় ছিল। এতে ট্রেনে গাদাগাদি করে উঠতে হয়। অনেকে ছাদে চড়ে ঢাকায় পৌঁছান।
গফরগাঁও রেলস্টেশন ছাড়ার সময় তাদের বিদায় জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ঢালী, যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ, যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান সজীব, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল।
পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলের নেতৃত্বে বিশেষ ট্রেনে করে নেতাকর্মীরা রওনা দেন।
এ বিষয়ে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, ‘বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সফল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গফরগাঁওয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গেছে।’
মন্তব্য করুন