কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আট বছরেও খোঁজ মেলেনি বাহরাইনে পাড়ি জমানো কিশোরগঞ্জের আজিজুলের 

বাহরাইনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা
বাহরাইনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আজিজুল হক (২৬) পরিবারের অভাব অনটন মুছতে আট বছর আগে ভিটে-মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পাড়ি জমান। সেখানে পৌঁছার পর ২২ দিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখেন। এরপর থেকে আর খোঁজ মিলছে না আজিজুলের।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান আজিজুলের বাবা দুলাল মিয়া।

দুলাল মিয়া বলেন, পাকুন্দিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের মাধ্যমে ২০১৬ সালের ১৬ জুলাই সাড়ে চার লাখ টাকায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বৈধ ভিসায় মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পাড়ি জমান আজিজুল হক। সেখানে পৌঁছার পর পরিবারের সদস্যদের সঙ্গে ২২ দিন যোগাযোগ হয়। এরপর থেকে কোনোভাবেই খোঁজ মিলছে না আজিজুলের। নিখোঁজের ২ থেকে ৩ দিন পর আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে চুরির দায়ে জেল হাজতে আছে বলে জানান। আগামী এক বছর পর জেল থেকে ছাড়া পাবে বলে আশ্বস্ত করেন আদম ব্যবসায়ীরা।

ইতোমধ্যে আট বছর চলে গেলেও নিজ সন্তানের খোঁজ না পাওয়ায় বিভিন্ন সময় সন্তানের বিষয়ে জানতে গিয়ে আদম ব্যবসায়ীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন বলে জানান দুলাল মিয়া।

গত এক বছর আগে মারা গেছে আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন। সন্তানের খোঁজ পেতে দরিদ্র পিতা-মাতা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেন।

আজিজুলের প্রতিবেশী রিপন মিয়া বলেন, আজিজুল নিখোঁজের পর খুঁজে পাওয়ার জন্য পরিবারের সদস্যদের নিয়ে আদম ব্যবসায়ীদের ঢাকার বনানী অফিসে গিয়ে আজিজুল নিখোঁজের বিষয়ে জানতে চাওয়া হয়। এসময় চুরির দায়ে আজিজুল জেলে আছে বলে জানান আদম ব্যবসায়ীরা। পরে তাদের দেওয়া তারিখ অনুযায়ী এক বছর পর আবারও যোগাযোগ করা হলে কোনো তথ্য না দিয়ে উল্টো আজিজুলের পরিবারের সদস্যদের হুমকি প্রদান করেন। বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করা হলে তাদের আচরণে পরিবারের সদস্যরা এক সময় আদম ব্যবসায়ীদের মাধ্যমে সন্তানের খোঁজ পাওয়ার ব্যাপারে হাল ছেড়ে দেন।

আজিজুলের মা পারভীন আক্তার বলেন, পরিবারের ছয় সন্তানের মধ্যে আজিজুল হক দ্বিতীয়। পরিবারের অভাব মুছতে আজিজুল বিদেশে পাড়ি জমান। সন্তান নিখোঁজ সেই সাথে চরম দারিদ্র্যতায় নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন তারা। সন্তানকে ফিরে পেতে সংশ্লিষ্টদের কাছে আকুতি জানিয়েছেন মা পারভীন আক্তার।

আদম ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, যে কোনো ব্যক্তিকে বিদেশে পাঠানোর পর কর্মসংস্থান স্থায়ী হওয়া পর্যন্ত তিন মাস তাদের দায়িত্বে থাকেন। পরে ওই ব্যক্তির ব্যাপারে কোনো কিছু তাদের জানা থাকে না। আজিজুল হক বাহরাইনে যাওয়ার পর কর্মসংস্থানে প্রবেশ করেছে। পরে সেখান থেকে হারিয়ে যাওয়ায় তার আর খোঁজ মিলছে না।

কিশোরগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো. আলী আকবর বলেন, আজিজুল হক নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কোনোভাবেই জানানো হয়নি। লিখিতভাবে আবেদনের মাধ্যমে জানানো হলে আমরা তার পরিবারের আবেদন কল্যাণে বোর্ডে প্রেরণ ও পরবর্তীতে অ্যাম্বাসির মাধ্যমে আজিজুল হকের অবস্থান সম্পর্কে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল-হামাস পরোক্ষ আলোচনা শুরু

নির্বাচন পেছানোর চেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী : নীরব

বজ্রপাত নিয়ে বিশেষজ্ঞের সতর্কতা

প্রথমবার প্রকাশ্যে আসছেন ফিলিস্তিনি যোদ্ধাদের নেতা

নতুন ২ জাতীয় দিবসের ছুটি নিয়ে যা জানা গেল

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না : পাপিয়া

ভারতের ভিসা নিয়ে সুখবর দিলেন বিক্রম মিশ্রি

স্ত্রীর অভিযোগের জবাব দিলেন আবু ত্বহা আদনান

শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে ৩ জনের সাক্ষ্য

১০

আকাশে ফানুসের জ্যোৎস্না, হৃদয়ে প্রবারণা পূর্ণিমার আলো

১১

ঢাকা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি হেফাজতের

১২

আলী পেপার মিলসের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৩

ভাড়াটে লোক দিয়ে নিজ দোকানেই ডাকাতি

১৪

ডলার থেকে চায়ের কাপ—চাকসু নির্বচানের প্রচারণায় সৃজনশীলতার প্রতিযোগিতা

১৫

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে দেশে পাঠাল ইসরায়েল

১৬

বিসিবি নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ইশরাক, দিলেন কঠোর হুঁশিয়ারি

১৭

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন : সারজিস

১৮

২ লাখ টাকা ছাড়াল স্বর্ণের দাম

১৯

সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল কারাগারে 

২০
X