বান্দরবানের রাংলাই হেডম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন মারা গেছেন। এর মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান, একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
রোববার (১৩ জুলাই) রাত দেড়টার দিকে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের ওয়াইজংশন এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন- ওই পাড়ার রেংয়েন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), মৃত পারও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মৃত মেনরাও ম্রোর স্ত্রী রিয়েন ম্রো ওরফে রওলেং (৩৫)।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে বান্দরবান সদর উপজেলার ওয়াইজংশন এলাকায় রাংলাই হেডম্যানপাড়ায় বৃষ্টিতে শর্টসার্কিট হয়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে পাহাড়িদের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। গভীর রাতে পাড়ার পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়। সেগুলোর মিটার ও সংযোগে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে।
এসময় বিদ্যুৎ স্পর্শ হয়ে অনেকেই আহত হয়। বৃষ্টি হলেই বিদ্যুতের ট্রান্সফরমারটি প্রায় সময়ে আগুন জ্বলে বিকট শব্দ হত বলে জানান স্থানীয়রা। বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ জানান ওই এলাকার বাসিন্দারা।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
রিংরাও ম্রো নামে স্থানীয় বাসিন্দা বলেন, ট্রান্সফরমারে প্রতিরাতে আগুন জ্বলে। আমরা বিষয়টি অনেকবার জানিয়েছি। তাদেরকে বারবার বলার পরেও আসেনি। এ পাড়ায় ৭০টি পরিবার আছে। রোববার রাতে অতিরিক্ত বিদ্যুৎ আসে মিটারে। এসময় তুংলে ম্রো গিয়ে ফ্রিজের সুইচ বন্ধ করতে যায়। সেখানেই বিদ্যুতায়িত হয়। সেইসঙ্গে তার দাদি উরকান ম্রো তাকে বাঁচাতে গিয়েও বিদ্যুতায়িত হয়। কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ থাকায় তাদেরকে তার পরিবারের অন্য সদস্যরা বাঁচাতে পারেনি।
রওলে ম্রো নামে আরেকজন জানান, সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত তিনজন মারা গেছেন। অনেকের ফ্রিজ পুড়ে গেছে। এছাড়াও রুলেন ম্রোর কোলের শিশুটিও আহত হয়। তার হাতও পুড়ে গেছে। তিন মাস আগে রুনলের স্বামী হৃদরোগে মারা যায়।
স্থানীয় সাবেক ইউনিয়নের চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন, বৃষ্টিতে ত্রুটিপূর্ণ বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে পাড়ার ঘরগুলোতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ স্পর্শে আমার আত্মীয়সহ ৩ জন মারা গেছে। বিদ্যুৎ ট্রান্সফরমার সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে অভিযোগের পরও তারা ব্যবস্থা নেয়নি। বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎ স্পর্শে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
মন্তব্য করুন